বেহাল রাস্তার হাল ফেরাতে কলকাতা পুরসভার নয়া দাওয়াই ‘পেভার ব্লক’

টানা বর্ষণে বেহাল দশা কলকাতার বেশির ভাগ রাস্তার। গত বছরেও বেহাল রাস্তার হাল ফেরাতে কলকাতা পুরসভা বেছে নিয়েছিল প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করার। তবে সে দাওয়াই কাজে লাগেনি বোঝা গেল বছর ঘুরতে না ঘুরতেই। বৃষ্টির জমা জলে ফের গর্ত বা খানাখন্দ বেরিয়ে কঙ্কালসার দশা সামনে এসেছে গত কয়েকদিনে। আর সেই কারণে এবার কলকাতা পুরসভার নয়া দাওয়াইপেভার ব্লক 

কলকাতা পুরসভার তরফ থেকে দাবি করা হচ্ছে, পিচের অন্যতম শত্রু জল হওয়ার জেরে জমা জলে পিচ ধুয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে রাস্তা। এদিকে যে কোনও মেরামতে সবথেকে গুরুত্বপূর্ণ উন্নতমানের উপকরণ বা উপাদান। নির্মাণ বিশেষজ্ঞদের দাবি, অর্থ বরাদ্দ হলেও খারাপ মানের উপকরণের জন্যই রাস্তা টিকছে না। যে কারণে বিপদ বাড়ছে। সামান্য জল হলেই রাস্তার জোড়াতাপ্পি লাগানো পিচের প্রলেপ উঠে চলে যাচ্ছে। আবার রাস্তার হাল ফেরাতে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। তাতেও কাজের কাজ কিছু হয়নি। আর সেই কারণেই এবার কলকাতা পুরসভার সিদ্ধান্ত, শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পিচের বদলে পেভার ব্লক বসানো হবে। ইতিমধ্যে কলকাতায় বেশ কয়েকটি রাস্তায় পাইলট প্রজেক্ট হিসাবে সেই পেভার ব্লক বসানোও হয়েছে। কিন্তু এতেও স্থায়ী সমাধান হবে কি না তা নিয়ে কলকাতা পুরসভার অন্দরেই চলছে চাপানউতোর। পাশাপাশি এ প্রশ্নও উঠেছে, প্রতিবছর নতুন নতুন ওষুধ ব্যবহার না করে, স্থায়ী ভাবে সমস্যার সমাধানে কোনও রকম তৎপরতা কেন নেওয়া হচ্ছে না পুরসভার তরফ থেকে।

শুধু তাই নয়, এই পেভার ব্লক গোটা শহরে বসানো যথেষ্ট ব্যয়সাপেক্ষ বলেও দাবি করেছেন অনেকেই।এদিকে কলকাতা পুরসভার কোষাগারের অবস্থা মোটেই ভাল নয়। বেশ টানাটানির মধ্যেই চলছে কলকাতা পুরসভা। ফলে এই পেভার ব্লক কতটা কাজে আসবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 9 =