আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ উঠল আসানসোল পুরসভার বিরুদ্ধে। ২০ লাখ টাকা দিলে ভাঙা হবে না বেআইনি নির্মাণ।এমনটাই নাকি দাবি করা হয়েছিল আসানসোল পুরসভার তরফ থেকে। আর এই টাকা দাবি করা হয়েছিল আসানসোল জেনারেল ফান্ডের নামে। বেআইনি নির্মাণ ভাঙা রদ করতে প্রথম দফায় ২০ লাখ দেওয়ার পর ফের দাবি করা হয় আরও ২০ লাখ টাকা। আর এই ঘটনাতেই মামলাকারীর আইনজীবী হাইকোর্টে জানান, ‘বারবার এভাবেই টাকা চাইছে পুরসভা।আসানসোল পুরসভার এই ভাবে টাকা দাবি করার ঘটনায় বিস্মিত বিচারপতি গৌরাঙ্গ কান্ত।

এরপরই বিচারপতি গৌরাঙ্গ কান্ত নির্দেশ দেন আসানসোল পুরসভার বিরুদ্ধে এফাইআর করার। বলেন, ‘আজই আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর করে আসুন। ঘটনা জানিয়ে অভিযোগ করুন৷ আজই এফআইআর করুন।’ একইসঙ্গে তিনি এও জানতে চান, কীভাবে আসানসোল পুরসভা ২০ লক্ষ টাকা নেয় সে ব্যাপারেও।  সোমবার মামলার জরুরি শুনানি করবে আদালত।

এদিকে আদালত সূত্রে খবর, আসানসোলে থাকা কারখানার সম্প্রসারণ চেয়ে আসানসোল পুরসভার কাছে আবেদন করেছিল এক সংস্থা। প্রাথমিক ভাবে মতামত দিলেও পরে পুরসভা বেঁকে বসে। নির্মাণ বেআইনি বলে ভাঙার নোটিস ধরায় আসানসোল পুরনিগম।এরপর ৫ জুলাই ডিমোলিশন দিন বেআইনি নির্মাণ রদ হয় ২০ লক্ষ টাকা পুরসভাকে দেওয়ার পর। পরে আবার ২০ লাখ দাবি পুরসভার। মামলা করে হাইকোর্টে আসে সংস্থা। সেই মামলার জরুরি শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন সংস্থার আইনজীবী হরেরাম সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =