সোমবার থেকে ৪ দিন স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে কুচকাওয়াজের মহড়া, নিয়ন্ত্রিত হবে যান চলাচল

১৫ অগাস্ট শুক্রবার স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসের আগে সোমবার থেকে শহরে শুরু হচ্ছে কুচকাওয়াজের মহড়া। প্রতি বছরের মতো এবছরও রেড রোডে সাড়ম্বরে পালিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সেই উপলক্ষে কুচকাওয়াজও হবে। আর সেই প্যারেড এবং কুচকাওয়াজের মহড়া শুরু হবে ৪ অগাস্ট, সোমবার থেকে। চললেব ৮ অগাস্ট, বৃহস্পতিবার পর্যন্ত। আর এর জেরে বন্ধ থাকবে একাধিক রাস্তা, ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি। ৪ দিন পর্যন্ত কলকাতার কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ হবে, কখন কোন রাস্তা এড়িয়ে চললে জ্যামে পড়ার সম্ভাবনা কম তা জানানো হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফ থেকে।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, কুচকাওয়াজের মহড়ার জন্য এই ৪ দিন কলকাতা ময়দান এবং সংলগ্ন এলাকার কয়েকটি রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে। সঙ্গে বন্ধ থাকবে জনসাধারণের হাঁটাচলাও। ভোর ৫টা থেকে সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে রেড রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড (উত্তরমুখী গাড়িগুলির জন্য), হসপিটাল রোড, পলাশি গেট রোড, লাভার্স লেন, কিংসওয়ের মতো রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। 

প্রোটোকল মেনে এবছরও রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন। বর্ণাঢ্য অনুষ্ঠানে দেখা যাবে কুচকাওয়াজ এবং ট্যাবলো প্রদর্শনী। তার আগে চলবে সেই কুচকাওয়াজের মহড়া। 

এদিকে টানা বৃষ্টির জেরে এমনিতেই গত কয়েকদিন ধরে কলকাতায় যান চলাচলের গতি স্লথ। তার উপর ভারী বৃষ্টির জেরে একাধিক রাস্তা জলমগ্ন থাকায় গাড়ি চলাচল করতে সমস্যা হচ্ছে। দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যামে আটকে থেকে ভোগান্তি পোয়াতে হচ্ছে নিত্যযাত্রীদের। অন্যদিকে, সম্প্রকি মেট্রোর পিলারে ফাটল দেখা দেওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কবি সুভাষ প্রান্তিক স্টেশন। আপাতত দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো। ফলে মেট্রোতেও সমস্যা দেখা দিয়েছে নিত্য যাতায়াতে। কারণ, এই স্টেশনে ট্রেন থেকে নেমে অসংখ্য মানুষ কলকাতার বিভিন্ন এলাকায় কাজ করতে আসেন।ফলে হয়রানির শিকার হচ্ছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =