নিয়োগে কর্মরত শিক্ষকদের বাড়তি সুবিধা দেওয়ার কথা জানিয়ে দিল এসএসসি। স্কুলে কর্মরত শিক্ষক–শিক্ষিকা যাঁরা এবারের এসএসসি পরীক্ষায় আবেদন করবেন, তাঁদের কাছ থেকে স্কুলের নাম সহ একাধিক তথ্য চাইল এসএসসি। আর এখানেই প্রশ্ন উঠে গেল, বাড়তি সুবিধার জন্যই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই নয়া অপশন যোগ করা হয়েছে কি না তা নিয়েও।
সূত্রে খবর, এসএসসি–র সাইটে নবম ও দশম এবং একাদশ – দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য কর্মরত শিক্ষকদের এডিট অপশন দেওয়া হচ্ছে। আগের পরীক্ষার রোল নম্বর, আগে শিক্ষকতা করিয়ে থাকলে কোথায় করিয়েছেন এবং তার কোড নম্বর, স্কুলের কোড কী ছিল তা জানতে চাওয়া হয়েছে৷ পাশাপাশি শিক্ষক–শিক্ষিকারা আবেদন পত্রে জানাতে পারবেন, স্কুলের নাম, কবে প্রথম স্কুলে যোগ দিয়েছিলেন এই সব তথ্যও। সঙ্গে এও জানাতে পারবেন তাঁর কত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তাও। এসএসসি–এর ওয়েবসাইটে এডিট অপশনে গিয়ে এই তালিকা গুলি পূরণ করতে হবে। কর্মরত শিক্ষক বা যোগ্য শিক্ষকরা এই তালিকাগুলি পূরণ করতে পারবেন। ৫ অগাস্ট থেকে ১১ অগাস্ট পর্যন্ত এই তালিকা পূরণ করতে পারবেন কর্মরত তথা যোগ্য শিক্ষক–শিক্ষিকারা।
সূত্রে এ খবরও মিলেছে, শুক্রবার গভীর রাতে এই বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য আগেই অতিরিক্ত নম্বর বরাদ্দ করেছে এসএসসি নিয়োগের জন্য। এবার যে স্কুলে আগে শিক্ষাগত করিয়েছেন সেই স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য যোগ্য তথা কর্মরত শিক্ষকদের থেকে চাইল এসএসসি।