আট নয়, পাঁচ অগাস্ট ভার্চুয়াল বৈঠকে অভিষেক

৮ অগাস্টের বদলে তৃণমূলের সমস্ত নির্বাচিত জন প্রতিনিধিদের সঙ্গে আগামী ৫ অগাস্ট ভার্চুয়াল বৈঠকে বসবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে এই বৈঠকের জন্য  ৮ অগাস্ট দিন নির্ধারণ করা হলেও তা এগিয়ে ৫ তারিখ করা হয়। ওইদিন বিকেল ৪টের ভার্চুয়াল বৈঠকে দলের সব নির্বাচিত জনপ্রতিনিধি তথা সাংসদ, বিধায়ক, কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপার্সন, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এর পাশাপাশি বৈঠকে যোগ দিতে বলা হয়েছে সাংগঠনিক স্তরে মাদার ও সব ফ্রন্টালএর রাজ্য সভাপতি, মাদারের রাজ্য কমিটি, জেলা সভাপতি, জেলার চেয়ারম্যান, পুরসভার কাউন্সিলরদেরও।

প্রসঙ্গত, গত মার্চ মাসে ভোটার তালিকা সংশোধন নিয়ে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার আবহে ফের এই বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৫ অগাস্ট বিকাল ৪টের সময় শুরু হবে সেই বৈঠক। প্রায় ৯ হাজার নেতানেত্রী হাজির থাকবেন এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে।ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বস্তরের নেতাদের মহাসম্মেলন করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোকের নামে ভোটার কার্ড রয়েছে। তা ধরতে সাংগঠনিক স্তরে কর্মসূচি শুরু করেছিল তৃণমূল। এসআইআর এবং নতুন ভোটার তালিকা তৈরির বিষয়ে যখন নির্বাচন কমিশন মহড়া শুরু করেছে, তখন তৃণমূলও সাংগঠনিক প্রস্তুতি পুরোপুরি সেরে রাখছে। দলের নেতা থেকে জনপ্রতিনিধি তাদের ভূমিকা কি হবে সেটাই এই বৈঠকে স্থির করে দেবেন অভিষেক।

এর পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিতে জেলা ধরে সাংগঠনিক বৈঠক শুরু তৃণমূলের। সে ব্যাপারে আগামী সোমবার থেকে বৈঠক শুরু করতে চলেছেন অভিষেক বন্দোপাধ্যায়। সোমবার বৈঠক আলিপুরদুয়ার ও কোচবিহার নিয়ে। বুধবার বৈঠক মালদা ও জলপাইগুড়িতে। বৃহস্পতিবার বৈঠক দক্ষিণ দিনাজপুর নিয়ে। এরপরেই ১১ অগাস্ট বৈঠক হবে উত্তর দিনাজপুর জেলা নিয়ে। বৈঠকে থাকবেন জেলা সভাপতি, চেয়ারম্যান, যুব সভাপতি, সকল বিধায়ক ও সাংসদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =