পুজো পর্যন্ত হাই এলার্ট জারি দমদম বিমানবন্দরে

কলকাতার দমদম এয়ারপোর্টেও হামলা করতে পারে পাকিস্তানি জঙ্গিরা, এই মর্মে এক নির্দেশিকা জারি করল দ্য ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি সূত্রে খবর, সোমবার, ৪ অগাস্ট এই মর্মে নির্দেশিকা জারি করা হয় ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটির তরফ থেকে এই নির্দেশিকায় ২০২৫এর ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত হাই অ্যালার্ট থাকতে হবে বলে নির্দেশিকা জারি করেছে এই সংস্থা। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, শুধু কলকাতার দমদম এয়ারপোর্ট নয়, দেশের সবকটি এয়ারপোর্টের ক্ষেত্রেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।  

এদিকে সূত্রে খবর, ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি তার অ্যাডভাইসরিতে বলেছে, ‘কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা থেকে প্রাপ্ত সাম্প্রতিক তথ্যের পরিপ্রেক্ষিতে, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে অসামাজিক কাজ বা জিহাদি গোষ্ঠীগুলি বিমানবন্দরগুলির সম্ভাব্য হুমকির ইঙ্গিত দেওয়া হয়েছে। সমস্ত বিমানবন্দরের সমস্ত স্টেকহোল্ডারদের বিমানবন্দর, বিমানঘাঁটি, বিমানক্ষেত্র, বিমান বাহিনী স্টেশন, হেলিপ্যাডের মতো সমস্ত অসামরিক বিমান চলাচল পরিকাঠামোর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে।’  

আশঙ্কা করা হচ্ছে, পাকিস্তানের কোনও এক জিহাদি গোষ্ঠীর এই হামলা চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নিরাপত্তা শাখা সকল স্টেকহোল্ডারদের স্থানীয় পুলিশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্ , ইন্টেলিজেন্স ব্যুরো  এবং অন্যান্য প্রাসঙ্গিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনও গোয়েন্দা তথ্য বা সতর্কতা অবিলম্বে স্টেকহোল্ডারদের সঙ্গে শেয়ার করতে হবে বলে জানানো হয়েছে।

এখানেই শেষ নয়। ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি-র তরফ থেকে আরও কিছু ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে সমস্ত কর্মী, ঠিকাদার এবং যাত্রীদের জন্য কঠোর পরিচয় পত্র দেখা।একইসঙ্গে স্টেক হোল্ডারদের সিসিটিভি সিস্টেমগুলি কার্যকর এবং নিয়মিত পর্যবেক্ষণ করা নিশ্চিত করতেও বলেছে।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটির তরফ থেকে এই পরামর্শটি এমন সময়ে দেওয়া হয়েছে যখন বিমানবন্দরটি উড়িয়ে দেওয়ার ভুয়ো বোমা হুমকির কলের সংখ্যা সাংঘাতিক ভাবে বেড়েছে।  এর জ্বলন্ত প্রমাণ ২৬ জুলাইযের ঘটনা। জয়পুর বিমানবন্দরের অফিসিয়াল ইমেল আইডিতে পাঠানো হুমকি মেলে সতর্ক করা হয়েছিল যে জয়পুর বিমানবন্দর এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর কার্যালয় উভয়ই এক থেকে দুঘণ্টার মধ্যে উড়িয়ে দেওয়া হবে, যার ফলে নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। ২৫ জুলাই, মুম্বই বিমানবন্দরের জন্য একই রকম একটি বোমা হুমকি কল আসে, যা পরে একটি ভুয়ো বলে প্রমাণিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 15 =