নবান্ন অভিযানে ব্যবসায়ীদের বড় ক্ষতির আশঙ্কায় মামলা হাইকোর্টে

আরজি করের ঘটনার এক বছর পার হতে চলেছে। আর এই এক বছরে সঞ্জয় রায় ছাড়া আর কোনও ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি সিবিআই। এদিকে এই ঘটনায় দোষীদের আড়াল করতে রাজ্য সরকারের তরফ থেকেও মদত দেওয়া হচ্ছে বলে বারেবারে অভিযোগ তুলেছেন আরজি কর কাণ্ডে মৃত জুনিয়র ডাক্তারের বাবা-মা। এই ঘটনার প্রেক্ষিতে আগামী ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাকও দিয়েছেন তাঁরা। এদিকে এই অভিযানে ব্যবসা ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীদের একটি বড় অংশ। আর এই আশঙ্কা থেকেই মামলা হল কলকাতা হাইকোর্টে৷ আদালত সূত্রে খবর, হাওড়া ময়দানের ব্যবসায়ী তপন হাজরা মামলা করেছেন। বুধবারের পরে ফের বৃহস্পতিবার শুনানি হবে মামলার। এদিকে বুধবারের শুনানিতে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আদালতের তরফ থেকে জানানো হয়, আইন মেনে মিছিল হতেই পারে। সেটা করার অধিকারও রয়েছে। তবে রাজ্যের পুলিশ তা নিয়ন্ত্রণ করতে পারে। রাজ্য নবান্ন অভিযান নিয়ে আশঙ্কা করছে। মিছিল ঘিরে একটি জনস্বার্থ মামলা হয়েছে৷ সেই আদালতের ফলাফল দেখে এই আদালত সিদ্ধান্ত নেবে’, পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

প্রসঙ্গত, ‘গত বছর ২৭ অগাস্ট ২০২৪ নবান্ন অভিযান হয়। ৪৭ জন পুলিশকর্মী গুরুতর আহত হন। এক পুলিশকর্মীর একটি চোখ নষ্ট হয়ে যায়। তাই এবার আশঙ্কা থাকছে। রাজ্যের গোয়েন্দা রিপোর্ট বলছে, এবারের নবান্ন অভিযান জমায়েত বড় হবে। আরজি করে নিহত চিকিৎসকের বাবামা নবান্ন অভিযানের ডাক দিলেও, এই অভিযানে একটি রাজনৈতিক দল পুরোপুরি সমর্থন করেছে। সেই জায়গা বিবেচনায় রাখুক আদালত’,এদিন সওয়াল করতে গিয়ে এদিন আদালতে জানান রাজ্যের এজি কিশোর দত্ত। মামলায় বিবাদী একজন প্রবীর দাসের আইনজীবী বলেন, ‘মামলায় কনভেনর বলে ভুল তথ্য তুলে ধরা হয়েছে। নবান্ন অভিযান বা মিছিল নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের হাওড়া ময়দানে ব্যবসার ক্ষতি যাতে না হয় আদালত তা সুনিশ্চিত করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =