দেশের অন্যতম শীর্ষ ব্যাটারি ও টর্চ ব্র্যান্ড এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড তাদের উৎপাদন কেন্দ্র – দ্য এভারেডি ফ্ল্যাশলাইট কোম্পানি (TEFCO) – ভারতীয় মানক ব্যুরো (BIS)-এর মর্যাদাপূর্ণ সার্টিফিকেশন পেল।লখনউয়ে সংস্থার যে ইউনিটটি রয়েছে ইউনিট এটি দেশের প্রাচীনতম ও বৃহত্তম টর্চ নির্মাণ কেন্দ্রগুলির মধ্যে একটি। এবার এই ইউনিটটি তার উৎপাদন দক্ষতা এবং গুণমান ও উৎকর্ষতা বজায় রাখার জন্য এই সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ।
ভারতের টর্চ বাজারে ইদানিং অনেক ছোটখাটো অসংগঠিত কোম্পানি চলে এসেছে, যারা ঠিকঠাক ডিস্ট্রিবিউশন চ্যানেল না মেনে নিজেদের মতো করে টর্চ বিক্রি করছে। এইসব কোম্পানির টর্চগুলির প্যাকেজিং–এ সর্বাধিক খুচরা মূল্য অর্থাত্ এমআরপি দেওয়া থাকে না। থাকে না বিআইএস–এর কোনও সার্টিফিকেশনও।এমনকি পণ্যের টেকনিক্যাল তথ্যগুলিও যাচাই না করেই উল্লেখ করা হয়, যা গ্রাহকদের বিভ্রান্ত করে।
এই প্রসঙ্গে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে টর্চ শিল্পে বিআইএস সার্টিফিকেশন নিশ্চিত করবে যে, শুধুমাত্র গুণমান ও কর্মদক্ষতার দিক থেকে কঠোরভাবে পরীক্ষিত পণ্যই গ্রাহকদের হাতে যাবে, যা গ্রাহকদের মধ্যে আস্থা অনেকটাই বাড়াবে। এটা একদিকে যেমন সঠিক স্ট্যান্ডার্ড তৈরি করবে, তেমনি সবার জন্য একটা সুষ্ঠু প্রতিযোগিতার বাজার তৈরী করে দেবে। আবার ভারতের নিরাপত্তা ও গুণগত মানের স্ট্যান্ডার্ড মেনে চলায় দেশীয় কোম্পানিগুলোর স্বার্থও রক্ষা হবে।
এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড–এর চিফ এক্সিকিউটিভ অফিসার অনির্বাণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘ভারতের শীর্ষস্থানীয় টর্চ নির্মাতা হিসেবে আমাদের লখনউ প্ল্যান্টের জন্য বিআইএস সার্টিফিকেশন পাওয়াটা অত্যন্ত গর্বের বিষয়। টর্চ ক্যাটেগরিতে মার্কেট লিডার হিসেবে, এভারেডির প্রতিটি পণ্যই এতদিন ধরে সর্বোচ্চ গুণমান ও নিরাপত্তার মান মেনে তৈরি হয়েছে। এই সার্টিফিকেশন আমাদের সেই অঙ্গীকারকেই আরও মজবুত করেছে এবং গ্রাহকদের প্রতি আমাদের অটল দায়বদ্ধতার প্রমাণও রেখেছে।’
এই প্রসঙ্গে এটাও না বললেই নয়, ভারতের টর্চ বাজারে অনেকদিন ধরেই এভারেডি ভালো মানের প্রতীক হিসেবে পরিচিত। সেই ধারাবাহিকতা মেনে, কোম্পানির TEFCO কারখানা, যেখানে ইতিমধ্যেই একটি ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ (NABL) স্বীকৃত ল্যাবরেটরি রয়েছে, তা এখন দেশের অন্যতম প্রধান ফ্ল্যাশলাইট নির্মাণকারী কারখানা হিসেবে আত্মপ্রকাশ করেছে যেখানে বিআইএস সার্টিফিকেশন চালু হয়েছে। এই ধারাবাহিকতা মেনে, কোম্পানির টেফকো প্ল্যান্টে – যেখানে আগেই NABL অনুমোদিত একটা টেস্টিং ল্যাব ছিল – এবার দেশের প্রথম টর্চ ফ্যাক্টরি হিসেবে বিআইএস সার্টিফিকেশন চালু হলো। সার্টিফিকেশন প্রক্রিয়ার অংশ হিসেবে সংস্থার পণ্যগুলি NABL-অনুমোদিত ল্যাবে ব্যাপকভাবে পরীক্ষা করা হয়েছে, যা তাদের নির্ভরযোগ্যতা ও উচ্চ গুণমানকে আরও উন্নত করে।
এই উপলক্ষে, এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড–এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস প্রধান অরুণ কুমার সাহায় জানান, ‘টর্চ ক্যাটেগরিতে বিআইএস–সার্টিফায়েড সংস্থা হওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সবসময় এমন পণ্য বানাতে চাই যেগুলো ভালো মানের, সুরক্ষিত আর ইন্ডাস্ট্রির সবথেকে কড়া নিয়ম মেনে তৈরি। এই সার্টিফিকেশন সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।’
BIS সার্টিফিকেশন বিভিন্ন শিল্পক্ষেত্রে গুণমান, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্প্রতি, সরকার জুতা, কেমিক্যাল, কনজিউমার ইলেকট্রনিক্স, প্যাকেজিং টেক্সটাইল সহ বিভিন্ন ক্ষেত্রেও বিআইএস সার্টিফিকেশন চালু করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, লখনউ–এর টেফকো প্ল্যান্টে এভারেডির এলইডি টর্চ, রিচার্জেবল ল্যান্টার্ন এবং অন্যান্য বিভিন্ন ধরনের আলো সংক্রান্ত পণ্য তৈরি হয়। ১৯৫৬ সালের ৫ জুলাই এই প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং ১৯৫৮ সালে তৎকালীন উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রী ভি. ভি. গিরি এর উদ্বোধন করেন। সেই সময় থেকে এই প্ল্যান্ট এভারেডির সাফল্যের অন্যতম ভিত্তি হয়ে উঠেছে। আর এই সার্টিফিকেশনের পর এভারেডির টর্চ ও ফ্ল্যাশলাইটগুলির প্যাকেজিং–এ থাকবে সরকার অনুমোদিত আইএসআই মার্ক এবং সেন্ট্রাল মার্ক লাইসেন্স নম্বর।