হিরে ও গয়নার সার্টিফিকেশন পরিষেবা নিয়ে HRD অ্যান্টওয়ার্প এবার কলকাতায়

হিরে ও গয়নার গ্রেডিং, এডুকেশন ও ইকুইপমেন্টে ইউরোপের অগ্রগণ্য সংস্থা HRD অ্যান্টওয়ার্প কলকাতায় এক নতুন দফতর খুলল। এই দফতর খোলার মাধ্যমে  ভারতে HRD অ্যান্টওয়ার্পের পদচিহ্ন আরও জোরদার করল। এর ফলে আন্তর্জাতিকভাবে বিশ্বস্ত হিরে ও গয়নার সার্টিফিকেশন পরিষেবা পূর্ব ভারত জুড়ে নির্মাতা, খুচরো বিক্রেতা আর ক্রেতাদের আর কাছাকাছি এসে গেল।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যালকাটা জেমস অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক বেঙ্গানি; টম নেইস, গ্লোবাল মার্কেটিং, সেলস অ্যান্ড এডুকেশন ডিরেক্টর, HRD অ্যান্টওয়ার্প এবং রমাকান্ত মিতকর, ম্যানেজিং ডিরেক্টর, HRD অ্যান্টওয়ার্প ইন্ডিয়া। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অগ্রগণ্য গয়না বিক্রেতা, রফতানিকারী এবং আঞ্চলিক ব্যবসায়িক সংঘের প্রতিনিধিরাও।

কলকাতার প্রাণচঞ্চল রত্ন ও গয়নার দোকানের এলাকার কেন্দ্রে অবস্থিত এই নতুন জায়গাটি প্রাকৃতিক ও গবেষণাগারে তৈরি হিরে এবং পালিশ সম্পূর্ণ করা গয়নার সার্বিক গ্রেডিং পরিষেবা জোগাবে।

এই লঞ্চ সম্পর্কে ক্যালকাটা জেমস অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক বেঙ্গানি জানান,কলকাতা বরাবর গয়না শিল্প এবং বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। HRD অ্যান্টওয়ার্পের বিশ্বমানের সার্টিফিকেশন পরিষেবার আমাদের শহরে আগমন নিঃসন্দেহে স্থানীয় ব্যবসাগুলোকে আরও শক্তিশালী করবে এবং ক্রেতাদের বিশ্বাস বৃদ্ধি করবে। পূর্ব ভারতীয় রত্ন ও গয়নার ইন্ডাস্ট্রির পক্ষে এ এক তাৎপর্যপূর্ণ মাইলফলক।

এর পাশাপাশি টম নেইস, গ্লোবাল মার্কেটিং, সেলস অ্যান্ড এডুকেশন ডিরেক্টর, HRD অ্যান্টওয়ার্প বলেন,সারা বিশ্বে যত হিরে ও গয়নার বাজার আছে তার মধ্যে অন্যতম বৈচিত্র্যময় বাজার হল ভারত। কলকাতায় আমাদের সম্প্রসারণ HRD অ্যান্টওয়ার্পের ভারতীয় নির্মাতা এবং খুচরো বিক্রেতাদের, গ্রেডিং প্রিসিশন ও অথেন্টিসিটির সর্বোচ্চ মান জুগিয়ে সাহায্য করার প্রতি দায়বদ্ধতার এক প্রকাশ।

রমাকান্ত মিতকর, ম্যানেজিং ডিরেক্টর, HRD অ্যান্টওয়ার্প ইন্ডিয়া, যোগ করলেনআমাদের কলকাতা অফিস খোলার মাধ্যমে পূর্ব ভারত জুড়ে আমরা গয়না বিক্রেতা এবং রফতানিকারীদের জন্যে লজিস্টিকাল অসুবিধা ছাড়াই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন পাওয়া যত সহজ করে দিচ্ছি, তত সহজ কোনোদিন ছিল না।

কলকাতার নতুন এই জায়গাটা আঞ্চলিক ক্রেতাদের আত্মবিশ্বাস বাড়াবে, পূর্ব ভারতের গয়না রফতানীকারীদের প্রতিযোগিতায় আরও এগিয়ে দেবে এবং আন্তর্জাতিক হিরে শিল্পে HRD অ্যান্টওয়ার্পের বিশ্বস্ততা ও স্বচ্ছতার উত্তরাধিকার আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =