টাটা এআইএ সগর্বে লঞ্চ করল “শুভ শক্তি”। এটা একটা টার্ম বিমা প্ল্যান যা নির্দিষ্টভাবে ডিজাইন করা হয়েছে মহিলাদের জন্য। এটা কেবল একটা জীবন বিমা প্রোডাক্ট নয়। এ এক সার্বিক সুরক্ষা প্ল্যান যা প্রত্যেক মহিলার জীবনের অনন্য পর্যায় এবং আর্থিক প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে। ফলে তিনি নিজেকে এবং প্রিয়জনদের সুরক্ষিত রাখার ক্ষমতা পান, পাশাপাশি নিজের ব্যক্তিগত ও পেশাগত যাত্রা চালিয়ে যেতে পারেন।
প্রথাগতভাবে, যে কোনও টার্ম জীবন বিমা ইন্ডাস্ট্রি ডিজাইন করা হয়েছে পুরুষকেন্দ্রিক ভাবনায়। মোটের উপর জোর দেওয়া হয় পরিবারের পুরুষ আয়কারীর উপরে এবং মহিলারা যেসব অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হন সেগুলোকে অগ্রাহ্য করা হয়। কিন্তু এখন ভারতীয় মহিলারা সব বাধা ভেঙে এগোচ্ছেন এবং কর্মীবাহিনির নেত্রী হিসাবে, উদ্যোগী হিসাবে, অর্থনৈতিক সিদ্ধান্তকারী হিসাবে উঠে আসছেন। ২০১৮ আর্থিক বর্ষে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ছিল ২৩.৩ শতাংশ। সেটা ২০২৪ আর্থিক বর্ষে বেড়ে হয়েছে ৪১.৭ শতাংশ। মহিলারা কেবল অর্থনৈতিকভাবে অবদান রাখছেন না, নিজেদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার কাজেও নেতৃত্ব দিচ্ছেন।
তবে মহিলারা আর্থিক স্বাধীনতায় অনেকদূর এগোলেও এক সাম্প্রতিক টাটা এআইএ সমীক্ষায় প্রকাশিত হয়েছে যে বিবাহিত মহিলাদের ৮৯ শতাংশ এখনো আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে স্বামীর উপরেই নির্ভর করেন, মাত্র ৪৪ শতাংশ সুযোগ পেলে স্বাধীন আর্থিক সিদ্ধান্ত নেন।
এই ব্যবধান এমন একটা সমাধানের আশু প্রয়োজন চিহ্নিত করে, যা নির্দিষ্টভাবে মহিলাদের অনন্য আর্থিক প্রয়োজন এবং চ্যালেঞ্জগুলোর সুরাহা করে। এক্ষেত্রে সুখবরটা কী? ছবিটা কিন্তু বদলাচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বরে ২৭ মিলিয়ন মহিলা তাঁদের ক্রেডিট স্কোর ট্র্যাক করেছেন – এটা এক বছরে ৪২ শতাংশ বেড়েছে – যা প্রমাণ করে সচেতনতা বাড়ছে এবং বৃহত্তর আর্থিক স্বাধীনতার দিকে পরিবর্তন হচ্ছে।
“শুভ শক্তি” — মহিলাদের শক্তির উদযাপন
গায়ত্রী নাথন, চিফ কমপ্লায়েন্স অফিসার অ্যাট টাটা এআইএ, বললেন “ভারতীয় মহিলারা তাঁদের আর্থিক ব্যাপারস্যাপার এবং লগ্নির দখল নিচ্ছেন, কিন্তু তাঁদের বিমা অপর্যাপ্ত রয়ে যাচ্ছে। ফলে কোনো ট্র্যাজেডি ঘটে গেলে তাঁদের পরিবারগুলো সংকটে পড়বে। শুভ শক্তির মাধ্যমে আমরা এমন একটা সমাধান জোগাচ্ছি যা আজকের মহিলার শক্তিগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাঁকে নিজের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার, তাঁর স্বাস্থ্যে লগ্নি করার ক্ষমতা দেয় এবং একটা দুশ্চিন্তামুক্ত জীবন কাটানোর সুযোগ করে দেয়। এর মাধ্যমে তাঁরা উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা যায়, ফলে মানসিক শান্তি আসে এবং নিশ্চিত করা যায় যে তিনি জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে পারবেন প্রিয়জনদের নিরাপত্তার ব্যাপারে সমঝোতা না করেই।”
শুভ শক্তি: এমন এক প্ল্যান যা আপনাকে জীবনের প্রত্যেক স্তরে সুরক্ষা দেয়
মহিলাদের প্রয়োজনগুলো যে বহুমুখী তা উপলব্ধি করে টাটা এআইএ শুভ শক্তিকে ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে মহিলারা জীবনের যতরকম ভূমিকা পালন করেন সবগুলোর জন্য প্ল্যানটা নমনীয়, সার্বিক ও সাহায্যকারী হতে পারে – সে মা হোক, মেয়ে হোক, পার্টনার হোক আর পেশাদারই হোক।
মহিলাকেন্দ্রিক সুবিধাসমূহ
• গর্ভবতী অবস্থায় প্রিমিয়াম হলিডে
প্রত্যেকবার বাচ্চা হওয়ার পর ১২ মাসের জন্যে দুটো প্রিমিয়াম ব্রেক উপভোগ করুন। এতে আপনি আপনার সন্তানের স্বাস্থ্যের উপর নজর দিতে পারবেন আর্থিক বোঝা ছাড়াই।
• মহিলাদের দেয় প্রিমিয়াম পুরুষদের চেয়ে প্রায় ১৫% কম, প্রিমিয়াম দেওয়ার সময়কাল জুড়ে প্রত্যেক বছরই (PPT) এটা চালু থাকবে।
• এই প্ল্যান কুমারী মায়েদের জন্যে আজীবন ১% ছাড়ও দেয়, যা বর্তমানে চালু ১৫% ছাড়ের চেয়ে বেশি।
• আপনার এবং আপনার পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা:
o মহিলাদের জন্য সুনির্দিষ্ট পরিচর্যা, যার মধ্যে আছে PCOD সাহায্য, IVF কাউন্সেলিং এবং ওজনের ব্যবস্থাপনা
o সার্ভিকাল ক্যান্সার, HPV, flu, এবং আরও অনেককিছুর জন্যে ভ্যাকসিনেশনে সাহায্য
o বিশেষজ্ঞের পরামর্শ, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং জীবনযাত্রার ব্যবস্থাপনায় নাগাল।
• চাইল্ড এডুকেশন প্রোটেক্ট
কারণ আপনার ছেলেমেয়েদের স্বপ্ন কখনো থমকে যাওয়া উচিত নয়। সর্বোচ্চ ৩ ছেলেমেয়ের ২৫ বছর বয়স হওয়া পর্যন্ত তাদের জন্যে মাসিক টাকা পাবেন। এতে তাদের অবাধে লেখাপড়া নিশ্চিত করা যাবে, জীবন আপনাকে যে অবস্থাতেই ফেলুক।
• স্বামীর মৃত্যু হলে বা দুর্ঘটনায় মারা গেলে প্রিমিয়াম মকুব
কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে এই পলিসি চলতে থাকবে আর কোনো পেমেন্ট ছাড়াই। ফলে আপনার পরিবারের আর্থিক নিরাপত্তা অক্ষত থাকা নিশ্চিত।
টাটা এআইএ হেলথ বাডি — কারণ স্বাস্থ্যকর জীবনযাত্রাকে পুরস্কৃত করা উচিত
একটা স্বাস্থ্যকর, নিরুদ্বেগ জীবন শুরু হয় সঠিক সহায়তার মাধ্যমে। শুভ শক্তির অবিচ্ছেদ্য অঙ্গ হল টাটা এআইএ হেলথ বাডি। এটা মহিলাদের সুস্থতার প্রতি এক সার্বিক ও ইনসেন্টিভযুক্ত দৃষ্টিভঙ্গি জোগায়। হেলথ বাডি আর শুভ শক্তি মিলে এমন এক সংযুক্ত সমাধান জোগায় যা স্বাস্থ্য আর সম্পদ দুটোই জোগায়।
• যে সুস্থতা পুরস্কৃত করে: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার করানোর জন্যে এবং ফিটনেস লক্ষ্য পূরণ করলে পুরস্কার পান।
• পরিবারের জন্যে স্বাস্থ্য ও সুস্থতা: আপনার প্রিয়জনদের সুবিধা দিন, যাতে পুরো পরিবার সুস্থ থাকে।
• জীবনযাত্রায় কিছু প্রেরণা: পার্সোনালাইজড ডায়েট পরামর্শ, অ্যাকটিভিটি টার্গেট এবং ফিট থাকার জন্যে পুরস্কার।
• সাধ্যের মধ্যে: মহিলাদের জন্যে ১৫% কম প্রিমিয়াম উপভোগ করুন, সঙ্গে ডিজিটাল কেনাকাটায় এবং স্যালারিড প্রোফাইলে অতিরিক্ত আজীবন ছাড়।
নিজের পরিবারের শুভ শক্তি হয়ে উঠুন
টাটা এআইএ শুভ শক্তি কেবল একটা জীবন বিমা প্ল্যান নয়। এটা মহিলাদের শক্তি, স্বাধীনতা এবং নিরাপত্তা জোগায়। এটা একটা সার্বিক সুরক্ষা সমাধান জোগায় মহিলাদের স্বাস্থ্য, পরিবারের সুরক্ষা এবং আর্থিক ক্ষমতায়নের উপর জোর দিয়ে। শুভ শক্তির সাহায্যে আপনি স্বপ্ন দেখে চলতে পারেন, আত্মবিশ্বাস নিয়ে বাঁচতে পারেন এবং আপনার পরিবারকে এক সুরক্ষিত, স্বাস্থ্যকর ও আর্থিকভাবে স্বাধীন ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন।
কারণ শক্তিশালী মহিলারা তাঁদের মতই শক্তিশালী সুরক্ষা পাওয়ার যোগ্য।