১০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক দায়িত্বমূলক উদ্যোগের ঘোষণা বন্ধন ব্যাংকের

দশ বছর পূর্তি উপলক্ষে বন্ধন ব্যাংকের তরফ থেকে স্বাস্থ্য, পরিবেশ ও শিক্ষাকে কেন্দ্র করে একাধিক সামাজিক দায়বদ্ধতামূলক কাজের উদ্যোগ (সিএসআরএর) নেওয়া হল। এর অংশ হিসেবে বন্ধন ব্যাংক সারা দেশের ১০টি রাজ্যে ১ লক্ষ গাছ রোপণ, রামকৃষ্ণ সারদা মিশনকে সহযোগিতা প্রদান, সিস্টার নিবেদিতা হেরিটেজ মিউজিয়াম ও নলেজ সেন্টার নির্মাণ এবং ১০টি রাজ্যে আধুনিক সরঞ্জামযুক্ত অ্যাম্বুল্যান্স প্রদানের কর্মসূচি নিয়েছে।

এই প্রসঙ্গে বন্ধন ব্যাংকের তরফ থেকে এও জানানো হয়েছে, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশসহ বিভিন্ন রাজ্যে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হবে। যা অ্যাগ্রোফরেস্ট্রি ও সোশ্যালফরেস্ট্রির সমন্বয়ে গড়ে ওঠা এই প্রচেষ্টা জলবায়ু সহনশীলতা, জীববৈচিত্র্য এবং স্থানীয় মানুষের জীবিকা উন্নয়নে বিশেষ সহায়তা করবে।

কলকাতার রামকৃষ্ণ সারদা মিশনের অধীনস্থ সিস্টার নিবেদিতা হেরিটেজ মিউজিয়াম ও নলেজ সেন্টারএ সহায়তার মাধ্যমে নারীর শিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যও নিয়েছে বন্ধন ব্যাংক, যা সামাজিক উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতি প্রকাশ করে।

এর পাশাপাশি আধুনিক সরঞ্জামযুক্ত অ্যাম্বুল্যান্স প্রদান করা হবে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, গুজরাট, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, পাঞ্জাব ও দিল্লিতে। এর মাধ্যমে বিশেষত প্রত্যন্ত ও অবহেলিত অঞ্চলে জরুরি স্বাস্থ্যসেবার পরিসর বাড়বে।

এই প্রসঙ্গে বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও,  পার্থ প্রতিম সেনগুপ্ত জানান,বন্ধন ব্যাংকের যাত্রার এক দশক পূর্তিতে উদযাপনে আমরা স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দীর্ঘস্থায়ী উন্নয়নেই বেশি করে গুরুত্ব দিয়েছি। উন্নত স্বাস্থ্যসেবার প্রবেশগম্যতা, জলবায়ু সহনশীল উদ্যোগ এবং শিক্ষানির্ভর ক্ষমতায়নের মাধ্যমে, বিশেষত নারীর ক্ষেত্রে, আমরা দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করতে চাই। গত দশ বছরের মতো ভবিষ্যতেও বন্ধন ব্যাংক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথে অঙ্গীকারবদ্ধ।

পাশাপাশি তিনি এও জানান, ‘বন্ধন ব্যাংকের কার্যক্রম ইতিমধ্যেই দেশের ১৪টি রাজ্যের ৮২টি জেলায় ২৫ লক্ষেরও বেশি পরিবারের কাছে পৌঁছেছে। স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা ও জলবায়ু সহনশীলতার মতো খাতে বিশেষ করে নারী ও গ্রামীণ সমাজের উন্নয়নকে কেন্দ্র করে এগিয়ে চলেছে বন্ধন ব্যাংক। দায়িত্বশীল কর্পোরেট নাগরিক হিসেবে নিজের ভূমিকা আরও সুদৃঢ় করে তুলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − thirteen =