ফ্রান্স দূতাবাসের তরফ থেকে ঘোষণা করা হল ফ্রান্স ট্যুর -২০২৫-এর। যা আদতে একটি শিক্ষামূলক উদ্যোগ বলেই জানানো হয়েছে সংশ্লিষ্ট দূতাবাসের তরফ থেকে। আর এই শিক্ষামূলক উদ্যোগ ফিরছে চলতি বছরের অক্টোবর মাস থেকেই। এর ফলে ভারতের প্রধান চারটি শহরে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকেরাও ফ্রান্স বিশ্বামনের উচ্চশিক্ষার এক অতুলনীয় পরিবেশ অন্বেষণের সুযোগ পাবেন বলে মনে করছে ফ্রান্স দূতাবাস।
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভারতীয় শিক্ষার্খীদের ভর্তির সংখ্যা ১৭ শতাংশ বেড়েছে। যা নিঃসন্দেহে উল্লেখযোগ্য।যার ফলে ভারত জুড়ে ফ্রান্সকে ফ্রান্সকে শিক্ষার গন্তব্য হিসেবে বেছে নেওয়ার যে ক্রমবর্ধমান আকর্ষণ রয়েছে তা পরিস্ফুট। এই গতি অব্যাহত রেখে আগামী ২০২৩০ সালে ৩০,০০০ ভারতীয় সিক্ষার্থীকে ফ্রান্স স্বাগত জানানোর জন্য তৈরি ফ্রান্স সরকার।
অক্টোবরে যে ‘চ্যুজ ফ্রান্স ট্যুর -২০২৫’ নামে শিক্ষামেলার ব্যবস্থা করা হয়েছে ফ্রান্স দূতাবাসের তরফ থেকে তাতে ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় ফরাসি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে জানা গেছে। এই তালিকায় থাকছে শীর্ষ স্থানীয় বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মর্যাদাপূর্ণ ইঞ্জিনিয়ারিং, বিজনেস এবং আর্ট স্কুল। অংশগ্রহণকারীরা প্রান্সের শিক্ষণীয় কার্যক্রম, স্কলারশিপ ভিসা, পদ্ধতি এবং সেখানকার ছাত্রজীবন সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরবেন।
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবনের পরিধির ক্ষেত্রে ফ্রান্স এক জ্ঞানের কেন্দ্র হিসেবে বহুকাল ধরে পরিচিতি পেয়ে আসছে। কারণ, ফ্রান্সের কাছে রয়েছে গণিতে ১৩টি ফিল্ড পদকের বিশ্ব রেকর্ড। শুধু তাই নয়, এই ফ্রান্স থেকেই বিশ্বের দরবারে সম্মানিত হয়েছেন একাধিক নোবেল বিজয়ী বিজ্ঞানী এবূং অর্থনৈতিক বিশেষজ্ঞও। শুধু তাই নয়, এর পাশাপাশি সিএনআর-(CNRS), যা ফরাসি জাতীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত এবং ইনস্টিটিউট পাস্তুর এর মতো প্রতিষ্ঠান ধারাবাহিক ভাবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্থান করেও নিয়েছে।
এখানেই শেষ নয়, এর পাশাপাশি বিভিন্ন বৈশ্বিক ব়্যাঙ্কিং ফ্রান্সকে এক শীর্ষস্থানীয় শিক্ষার গন্তব্য হিসেবেও বারবার বিশ্ব দরবারে তুলে ধরেছে। যেখানে ইউনিভার্সিটে পিএসএল এবং ইনস্টিটিউট পলিটেকনিক ডি প্যারিসের কথা বলতেই হয়। কারণ, এগুলি বিশ্বব্যাপী সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দারুণ ভাবে স্বীকৃত। সমাজ বিজ্ঞানের ক্ষেত্রেও ফরাসি বিভিন্ন প্রতিষ্ঠান তার শ্রেষ্ঠত্বের দাবি রাখে।
বিদেশে পড়াশুনা করতে আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফরাসি রাষ্ট্রদূত HE থিয়েরি ম্যাথু জানান, ভারতের প্রতি ফ্রান্সের প্রতিশ্রুতিতে এক স্পষ্ট অগ্রাধিকার দেওয়া হচ্ছে যেখানে পাখির চোখ ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় শিক্ষার্থীকে আমাদের তরফ থেকে স্বাগত জানানো এবং তাঁদের উচ্চকাক্ষার দ্বারা সর্বোত্তমভাবে প্রতিফলিত হবে। আর এর সঙ্গে আমরা একসঙ্গে এও অর্জন করবো। ‘ক্লাসেস ইন্টারন্যাশানালস’-এর মতো উদ্যোগ এবং ভিসা প্রক্রিযায়াগুলিকে সহজ করার লক্ষ্যে আমাদের চলমান প্রচেষ্টার মাধ্যমে আমরা আপনার শিক্ষাগত এবং পেশাদার সাফল্যের উদ্দেশ্যে কাজ করছি। আমাদের অংশীদারিত্ব শিক্ষার বাইরেও বিস্তৃত, এটি আমাদের মদ্যে ভাগ করে নেওয়া ভবিষ্যতের উদ্দেশ্যে একটি বিনিয়োগ। আমরা প্রতিটি শিক্ষার্থীকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যত পার্টনার হিসেবে দেখি আর ফ্রান্সে তাদের সাফল্য শুধুমাত্র তাঁদের ক্যারিয়ার গঠন করবে তা নয়, বরং ভারতে কর্মরত ১ হাজারেরও বেশি ফরাসি নিযোগ কর্তার সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করবে।ফ্রান্স আপনাকে কেবলমাত্র ছাত্র হিসেবে নয়, ববং একটা উজ্জ্বল একসঙ্গে ভাগ করে নেওয়া আগামীর মূল অবদানকারী হিসেবে স্বাগত জানায়।’
ভ্রমণের সময়সূচিঃ
৫ অক্টোবরঃ দ্য লীলা প্যালেস -দুপুর ২টো থেকে সন্ধে ৬টা
৭ অক্টোবর-ল্যা মেরিডিয়ান- দুপুর ২টো থেকে সন্ধে ৬টা
৯ অক্টোবর- জে জব্লিউ ম্যারিয়ট হোটেল- দুপির ২টো থেকে সন্ধে ৬টা
১১ অক্টোবর- হোটেল সাহারা স্টার- দুপুর ২টো থেকে সন্ধে ৬টা
রেজিস্ট্রেশন করার জন্য এবং আরও বিস্তারিত জানার জন্য শিক্ষার্থীদের ক্যাম্পাস ফ্রান্সের অফিসিযাল ওয়েবসাইট www.choosefrance.in দেখারঅনুরোধকরাহচ্ছে।