গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের অন্তর্গত ফাইন্যান্সিয়াল সার্ভিস শাখা গোদরেজ ক্যাপিটাল কলকাতায় তাদের সহযোগী সংস্থা গোদরেজ হাউজিং ফাইন্যান্স-এর প্রথম হাউজিং ফাইন্যান্স শাখা চালুর মাধ্যমে পূর্ব ভারতে আনুষ্ঠানিকভাবে পদার্পণের কথা ঘোষণা করল। এই সম্প্রসারণ গোদরেজ হাউজিং ফাইন্যান্সের দেশজুড়ে উপস্থিতি আরও মজবুত করার লক্ষ্যে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে তাদের কৌশলগত প্রবেশের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই গ্রাহক-কেন্দ্রিক নতুন শাখা থেকে নির্ভরযোগ্য ও নির্ঝঞ্ঝাট আর্থিক সমাধান প্রদান করা হবে এবং সেই সঙ্গে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে ডেভেলপার ও অংশীদারদের সঙ্গে মজবুত সম্পর্ক গড়ে তোলার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
পাশাপাশি এও জানানো হয়েছে, যোগ্য বেতনভুক্ত গ্রাহকদের জন্য এখানে বার্ষিক ৭.৭৫% থেকে শুরু করে প্রতিযোগিতামূলক সুদের হারে হোম লোন পাওয়া যাবে। এতে লোন-টু-ভ্যালু অনুপাত থাকবে সর্বাধিক ৯০% পর্যন্ত এবং ঋণের মেয়াদ সর্বাধিক ৩০ বছর পর্যন্ত। এই সুবিধাগুলি কলকাতার প্রথমবারের বাড়ি ক্রেতা এবং পরিবারগুলোর জন্য বাড়ি কেনাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলবে।
গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে, গোদরেজ হাউজিং ফাইন্যান্স এনেছে কাস্টমাইজড রিপেমেন্ট অপশন এবং এআই-চালিত লোন প্রক্রিয়া। এটি বাড়ির মালিক হওয়ার পথকে আরও সহজ ও ঝামেলামুক্ত করে তুলবে। একইসঙ্গে, ডিস্ট্রিবিউশন পার্টনারদের জন্য চালু করা হয়েছে স্ট্রাকচার্ড ইনসেনটিভ প্রোগ্রাম ও ডিজিটাল এনগেজমেন্ট টুলস, যাতে ব্যবসা পরিচালনা আরও সহজ হয় এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার সুযোগ তৈরি হয়।
এর পাশাপাশি গোদরেজ হাউজিং ফাইন্যান্স বিশেষভাবে মহিলাদের জন্য এনেছে ‘আরোহী হোম লোন’, যা তাদের নিজস্ব বাড়ির স্বপ্নকে বাস্তবায়িত করতে এক অনন্য উদ্যোগ। এই বিশেষ স্কিমে থাকছে কম সুদের হার, বিনামূল্যে হেলথ কভার, এবং নিম্ন প্রসেসিং ফি—যা প্রথমবারের বাড়ি ক্রেতা বা নিজেদের বাড়ি আপগ্রেড করতে ইচ্ছুক মহিলাদের জন্য এক পূর্ণাঙ্গ অর্থনৈতিক সমাধান তৈরি করে। ‘আরোহী হোম লোন’-এর মাধ্যমে গোদরেজ হাউজিং ফাইন্যান্স মহিলা বাড়ি ক্রেতাদের আর্থিকভাবে সক্ষম করে তোলা এবং তাদের জন্য এক নিঝঞ্ঝাট, গ্রাহক-কেন্দ্রিক অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনরায় দৃঢ় করেছে।
হাউজিং ফাইন্যান্স শাখা উদ্বোধন উপলক্ষে মণীশ শাহ, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, গোদরেজ ক্যাপিটাল বলেন, ‘কলকাতা ভারতের অন্যতম প্রাণবন্ত হাউজিং মার্কেট—যেখানে ঐতিহ্য আর আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন রয়েছে। আমরা বিশ্বাস করি, নিজের বাড়ি কেনার অভিজ্ঞতা হওয়া উচিত স্বচ্ছ, নির্ভরযোগ্য ও নির্ঝঞ্ঝাট। গ্রাহকদের পরিবর্তিত প্রয়োজনের গভীর বোঝাপড়া, নির্ভরযোগ্য ডেভেলপারদের সঙ্গে দৃঢ় অংশীদারিত্ব, এবং হোম ফাইন্যান্সিং প্রক্রিয়াকে সহজ করার প্রতিশ্রুতি নিয়ে, আমরা এই অঞ্চলের হাউজিং ইকোসিস্টেমকে সমৃদ্ধ করতে চাই এক গ্রাহক-কেন্দ্রিক ভাবনার হোম লোন পদ্ধতির মাধ্যমে।’
পাশাপাশি তিনি এও জানান, কলকাতার শহর অবকাঠামো এখন এক বড় পরিবর্তনের পথে। শিয়ালদহ–এসপ্ল্যানেড ও নোয়াপাড়া–এয়ারপোর্ট মেট্রো সম্প্রসারণ, পাশাপাশি কোনা এক্সপ্রেসওয়ে এলিভেটেড করিডর-এর মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়নের পর্যায়ে। এই উদ্যোগগুলো শহরের অভ্যন্তরীণ সংযোগ আরও সহজ করবে, যাতায়াতের সময় কমাবে এবং নতুন রেসিডেনশিয়াল করিডর বা আবাসন এলাকা তৈরির পথ খুলে দেবে।
এর পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে এখন দ্রুত চাহিদা বাড়ছে বারাসত, মধ্যমগ্রাম ও জোকা–র মতো উদীয়মান এলাকাগুলোতে। এই অঞ্চলে ডেভেলপাররা ইতিমধ্যেই মিড–টু–প্রিমিয়াম হাউজিং প্রকল্প নিয়ে এগিয়ে আসছেন। এই পরিবর্তন হোম লোন সেগমেন্টে নতুন গতি এনে দিচ্ছে, আর গোদরেজ হাউজিং ফাইন্যান্সের গ্রাহক–প্রথম দৃষ্টিভঙ্গি ও প্রতিযোগিতামূলক অফারগুলো এই প্রবৃদ্ধিকে আরও অর্থবহ করে তুলতে সক্ষম।

