কলকাতা, ১৫ নভেম্বর ২০২৫: ভারতের স্টেট ব্যাংক (SBI)-এর চেয়ারম্যান সি এস শেঠি কলকাতার গ্লোবাল ট্রেড ফাইন্যান্স সেন্টার (GTFC) পরিদর্শন করেন জানিয়েছেন যে ট্রেড ফাইন্যান্স এবং আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনের প্রক্রিয়াকরণ কেন্দ্রীয়করণ করার উদ্দেশ্যে GTFC প্রতিষ্ঠার লক্ষ্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, শক্তিশালী অনুবর্তিতা (কমপ্লায়েন্স) এবং গ্রাহক অভিজ্ঞতার উল্লেখযোগ্য উন্নতি নিশ্চিত করা।
পাশাপাশি চেয়ারম্যান এও উল্লেখ করেন যে ব্যাংক সম্প্রতি গ্লোবাল ফাইন্যান্স, লন্ডন কর্তৃক ঘোষিত বেস্ট ডিজিটাল ব্যাংক অ্যাওয়ার্ডস ২০২৫-এ সম্মানিত হয়েছে,
• বেস্ট ট্রেড ফাইন্যান্স সার্ভিসেস কর্পোরেট/ইনস্টিউশনাল—ইন্ডিয়া এবং
• বেস্ট ট্রেড ফাইন্যান্স সার্ভিসেস কর্পোরেট/ইনস্টিউশনাল—এশিয়া-প্যাসিফিক বিভাগে।
সঙ্গে তিনি এও জানান, কলকাতা কেন্দ্রটি ভারতের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের পুরো SBI শাখাগুলোর ট্রেড ফাইন্যান্স চাহিদা সামলায়। কলকাতা কেন্দ্রের ৩০০+ দক্ষ পেশাজীবীর মাধ্যমে SBI ডিজিটাইজেশন, প্রক্রিয়া মান্যকরণ এবং শাখাগুলোর মধ্যে একরূপতা বজায় রেখে তার ট্রেড ফাইন্যান্স কার্যক্রমকে আরো শক্তিশালী করছে। কাগজভিত্তিক থেকে কাগজহীন প্রক্রিয়ায় ট্রেড ফাইন্যান্সের রূপান্তর—AI/ML, ব্লকচেইন এবং ডকুমেন্ট ডিজিটাইজেশনের ব্যবহার— যা ব্যাংকের প্রতিশ্রুতির দৃঢ় প্রমাণ।
শুধু তাই নয়, পাশাপাশি তিনি এও জানান, ‘গ্লোবাল ব্যাঙ্কিংয়ের ভবিষ্যতের দিকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে, ব্যবসায়িক লেনদেন আরও ডিজিটাইজড ও গতিশীল হয়ে উঠছে। ভারতের ভিতর ও বাইরে ব্যবসায়ীদের পরিবর্তিত চাহিদা মেটাতে ব্যাংক ট্রেড ফাইন্যান্স সক্ষমতাগুলোকে পুনরায় কল্পনা করছে। অগ্রগামী প্রযুক্তিকে গভীর ডোমেইন দক্ষতার সঙ্গে মিলিয়ে আমরা গতিসম্ভার, সুরক্ষা ও গ্রাহক অভিজ্ঞতায় নতুন মানদণ্ড স্থাপন এবং ভারতের বৈশ্বিক বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষার বিশ্বস্ত সহায়ক হিসেবে আমাদের অবস্থান আরও মজবুত করার লক্ষ্য রাখছি।’
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, কলকাতার GTFC ভারতের পূর্ব ও উত্তরাঞ্চলের সমস্ত SBI শাখাকে সেবা প্রদান করে। কোলকাতা কেন্দ্রে ৩০০+ দক্ষ পেশাজীবীর শক্তির সহায়তায় SBI ডিজিটাইজেশন, প্রক্রিয়ার মান্যকরণ ও শাখাগুলোর মধ্যে একরূপতা রেখে তার ট্রেড ফাইন্যান্স কার্যক্রমকে শক্তিশালী করছে।

