কলকাতায় চালকদের স্যানিটেশনের সুবিধা উন্নত করতে উদ্যোগ উবের এবং সুলভ ইন্টারন্যাশনালের

ভারতের শীর্ষ রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবের এবং স্যানিটেশন ও সামাজিক সংস্কারের অগ্রদূত সুলভ ইন্টারন্যাশনাল বিশ্ব টয়লেট দিবসে একসঙ্গে এক উদ্যোগ নিল। যেখানে তাদের মূল উদ্দেশ্য হল উবের চালকদের জন্য পরিষ্কার ও নিরাপদ পাবলিক টয়লেটে বিনামূল্যে প্রবেশাধিকার। যা চালকদের স্বাস্থ্যবিধি ও আরাম নিশ্চিত করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, জয়পুর, লখনউ, কলকাতা এবং আহমেদাবাদসহ নয়টি শহরে সুলভ পরিচালিত পাবলিক টয়লেট উবের চালকরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। দীর্ঘ সময় রাস্তায় কাটানো চালকদের স্বাস্থ্যবিধি ও সুস্থতা উন্নত করাই এই উদ্যোগের লক্ষ্য। এর মাধ্যমে মর্যাদা, অন্তর্ভুক্তি ও জনস্বাস্থ্যের প্রতি উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকার আরও জোরদার হবে এবং স্বচ্ছ ভারত মিশনের উদ্দেশ্যগুলোকেও সমর্থন করবে।

একইসঙ্গে উভয় সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, উবের চালকরা সুলভ পরিচালিত সুবিধাগুলোতে তাদের ড্রাইভার অ্যাপে থাকা উবের রেজিস্ট্রেশন আইডি প্রদর্শন করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। সব লোকেশন সুলভ কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হয়, যাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় স্যানিটেশন জিনিসের প্রাপ্যতা নিশ্চিত থাকে। মহিলা চালকদের বিশেষ চাহিদা বিবেচনা করে ৫০টি সুলভ টয়লেট কমপ্লেক্সে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ও ইনসিনারেটর রাখা হবে, যা বিনামূল্যে স্যানিটারি প্রোডাক্ট পাওয়া এবং সঠিকভাবে বর্জ্য নিষ্পত্তি করতে সহায়তা করবে।

অংশীদারিত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে উবের ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার সিটি অপারেশনের প্রধান অমিত দেশপান্ডে জানান, ‘যেসব চালক দিনের বড় অংশ রাস্তায় কাটান, তাদের জন্য পরিষ্কার ও নিরাপদ স্যানিটেশনের সুবিধা একটি মৌলিক হলেও অত্যন্ত জরুরি প্রয়োজন। সুলভ ইন্টারন্যাশনালের সঙ্গে আমাদের এই সহযোগিতা চালকদের দৈনন্দিন কর্মপরিবেশ উন্নত করার ক্ষেত্রে উবেরের অব্যাহত প্রচেষ্টাকে প্রতিফলিত করে এবং একই সঙ্গে স্বচ্ছ ভারত মিশনে অবদান রাখে।’

এর পাশাপাশি সুলভ ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট কুমার দিলীপ এই প্রসঙ্গে জানান, ‘উবের তার প্ল্যাটফর্মের চালকদের মর্যাদা ও আরামকে অগ্রাধিকার দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, আমরা তা প্রশংসা করি। সুলভ সবসময় স্যানিটেশনকে সবার জন্য সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে কাজ করেছে, এবং এই উদ্যোগের মাধ্যমে আমরা দেশের প্রধান শহরগুলিতে উবার প্ল্যাটফর্মের লক্ষ লক্ষ চালকের কাছে এই গুরুত্বপূর্ণ সুবিধাগুলো পৌঁছে দিচ্ছি। এই সহযোগিতা উন্নত স্বাস্থ্যবিধি, বাড়তি সুবিধা এবং আরও সুস্থ, মর্যাদাপূর্ণ কর্মীশক্তি গঠনে সহায়তা করবে।’

এই অংশীদারিত্ব প্রযুক্তি ও সামাজিক উদ্ভাবনের সম্মিলিত প্রচেষ্টার শক্তিকে তুলে ধরে, যেখানে উবেরের দারুন এবং সুলভের দক্ষতাকে একত্রিত করে স্যানিটেশন সুবিধাকে সুবিধাভোগীদের জন্য কোনো বিশেষ সুবিধা নয়, বরং একটি মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করা হচ্ছেতাদের জন্য যারা ভারতকে এগিয়ে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + seven =