মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস উন্মোচন করল ‘ব্রাইডস অফ ইন্ডিয়া’-এর ১৫তম সংস্করণ

ভারতের অন্যতম বৃহৎ স্বর্ণ ও হিরার খুচরা বিক্রেতা মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আজ উন্মোচন করল তাদের বহুল প্রতীক্ষিত ‘ব্রাইডস অফ ইন্ডিয়া’ ক্যাম্পেইনের ১৫তম সংস্করণ। ভারতের বহুমাত্রিক কনের ঐতিহ্য ও আবেগকে কেন্দ্র করে আয়োজিত এই ক্যাম্পেইনকে দেশের অন্যতম বৃহৎ ব্রাইডাল উদ্যোগ হিসেবে ধরা হয়।

এবারের সংস্করণে অংশ নেন ২২ জন কনে ও ১০ জন সেলিব্রিটি, যাদের মধ্যে রয়েছেন রুক্মিণী মৈত্র, আলিয়া ভাট, করিনা কাপুর খান, এনটিআর, কার্থি, অনিল কাপুর, শ্রীনিধি শেট্টি, সব্যসাচী মিশ্র, প্রার্থনা বেহেরে ও মানসি পারেখ। ক্যাম্পেইনের ব্র্যান্ড ফিল্ম পরিচালনা করেছেন অভিষেক বর্মন এবং সুর দিয়েছেন শুভজিৎ মুখোপাধ্যায়।

এই প্রসঙ্গে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর চেয়ারম্যান এম. পি. আহাম্মেদ বলেন, “প্রতিবছর ব্রাইডস অফ ইন্ডিয়া আমাদের দেশের কনেদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। ১৫তম সংস্করণে আমরা তুলে ধরেছি ঐতিহ্যের গভীরতা, স্মৃতি ও সম্পর্ক যা প্রতিটি কনেকে সংজ্ঞায়িত করে।”

ক্যাম্পেইনে ভারতের বিভিন্ন অঞ্চলের গহনার ঐতিহ্যকে সামনে আনা হয়েছে — রাজস্থানের রাজকীয় পোলকি কারুকাজ, তামিলনাড়ুর মন্দির-প্রেরিত সোনার শিল্পকলা, কেরালার কাসাভু-প্রেরিত গহনা এবং বাংলার সূক্ষ্ম মোটিফ। পাশাপাশি, মালাবারের স্বাক্ষরিত সংগ্রহ যেমন ডিভাইন কালেকশন, প্রেশিয়া কালেকশন এবং ডায়মন্ড কালেকশনও প্রদর্শিত হয়েছে।

সেলিব্রিটি অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।সেখানে রুক্মিণী মৈত্র বলেন, “একটি বাঙালি বিয়ে ভরপুর থাকে স্মৃতিময় মুহূর্তে। মালাবার সেই আবেগকে যথার্থভাবে তুলে ধরেছে।”

আলিয়া ভাটের মতে, “প্রতিটি কনে তার ব্যক্তিত্বকে বিয়েতে প্রকাশ করে, মালাবার সেটি সুন্দরভাবে ধারণ করেছে।”

পাশাপাশি করিনা কাপুর খান জানান, “এই ক্যাম্পেইন ঐতিহ্যকে একত্রিত করে কনেকে কেন্দ্রবিন্দুতে রাখে।”

মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস জানিয়েছে, তাদের লক্ষ্য ভারতের প্রতিটি পরিবারকে এমন গহনা প্রদান করা যা একইসঙ্গে ঐতিহ্যবাহী, আধুনিক ও বিশ্বাসযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + four =