আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা লন্ডন বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে উপলক্ষে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স (ইকনমিক্স) ডিগ্রি অর্জন করেছেন। রয়্যাল হাইনেস প্রিন্সেস অ্যান, দ্য প্রিন্সেস রয়্যাল তাঁর হাতে এই সম্মান তুলে দেন।
এই বছর আরও চারজন বিশিষ্ট ব্যক্তিত্ব—প্রফেসর স্যার হিলারি বেকল্স, স্যার টেরি ওয়েট, সুজান্না স্কোফিল্ড এমবিই এবং রেভারেন্ড ফিলিপ গফ—সম্মানসূচক ডিগ্রি ও ফেলোশিপে ভূষিত হয়েছেন।
শিক্ষা ও সমাজকল্যাণে দীর্ঘদিনের অবদান এবং আদিত্য বিড়লা গ্রুপকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। বিড়লা লন্ডন বিজনেস স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য এবং তিনি ১৫ মিলিয়ন পাউন্ডের বৃত্তি প্রদান করেছেন।
কৃতজ্ঞতা প্রকাশ করে কুমার মঙ্গলম বিড়লা বলেন, “এই মর্যাদাপূর্ণ সম্মান পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ। শিক্ষা প্রগতির সবচেয়ে শক্তিশালী মাধ্যম—এই বিশ্বাসেই আমার পরিবার কাজ করে এসেছে।”
১৮৩৬ সালে প্রদত্ত প্রথম রয়্যাল চার্টারের স্মরণে প্রতি বছর লন্ডন বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন ডে উদ্যাপন করে, যেখানে প্রথা অনুযায়ী সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়।

