চলতি মাসেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় জোরদার বিতর্ক। এবার রাজ্যপালের এই সিদ্ধান্তের প্রতিবাদে ময়দানে নেমে পড়লেন ওমপ্রকাশ মিশ্র, গৌতম পালের মতো শিক্ষাবিদরা। ওমপ্রকাশ, গৌতমদের দাবি, এই নিয়োগ সম্পূর্ণভাবে ‘অবৈধ’। এই মর্মেই ১৪ জন অধ্যাপক এবং প্রাক্তন উপাচার্যরা দিলেন যৌথ বিবৃতি। এই বিবৃতিতে হঠাৎ হঠাৎ অধ্যাপকদের কেন উপাচার্য বানিয়ে দেওয়া হচ্ছে আর কেন-ই বা ইউজিসির নিয়ম মানা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলা হয় এই বিবৃতিতে। পাশাপাশি এ বিষয়ে দ্রুত শিক্ষা দপ্তরকে পদক্ষেপ করারও আর্জি জানানো হয়েছে এই বিবৃতিতে।
এর আগে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের এই সিদ্ধান্ত নিয়ে কলকাতা প্রেস ক্লাবের এক সাংবাদিক বৈঠক থেকে একযোগে সরব হতে দেখা গিয়েছিল শিক্ষাবিদদের একাংশকে।তাঁদের বক্তব্য ছিল, রাজ্যপালের এই সিদ্ধান্তের জেরে উচ্চশিক্ষার প্রভূত ক্ষতি হচ্ছে। কারণ, নিয়ম মেনে কাজ করছেন না রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এরপর অবশ্য জল গড়ায় আদালতে। সেখানে রাজ্যপা যে ১৩ জন শিক্ষাবিদকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিচালনা করার ভার তুলে দিয়েছেন তাতে বৈধতা দেয় আদালত।