ইতিহাস লিখলেন চেক প্রজাতন্ত্রের মহিলা টেনিস তারকা মার্কেটা ভোন্দ্রুসোভা। ইতিহাস কেন লিখলেন,মার্কেটা ভোন্দ্রুসোভাতা একটু খুলেই বলা যাক। ২৪ বছর বয়সি মার্কেটা ভোন্দ্রুসোভা এবছর ছিলেন উইম্বলডনের অবাছাই খেলোয়াড়। আর সেখান থেকেই একের পর এক তারকাকে বধ করে তাঁর এদিনের উইম্বলডন খেতাব জয়। এর আগে ১৯৬৩ সালে এই একই রেকর্ড করেছিলেন উইলি জিন কিং। ফাইনাল পর্যন্ত উঠলেও অবশ্য তিনি খেতাব জিততে পারেননি। অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের কাছে তাঁকে পরাজয় স্বীকার করতে হয়েছিল। তবে উইলি জিন কিং যেটা পারেননি তা শনিবার করে দেখালেন মার্কেটা। শনিবার মহিলাদের সিঙ্গলসে টিউনিশিয়ার ওনাস জাবেয়ারকে পরাস্ত করেন তিনি। ম্যাচের ফলাফল ৬-৪, ৬-৪। ফাইনাল ম্য়াচে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ১ ঘণ্টা ২০ মিনিটের লড়াই চলে। সুতরাং ফাইনাল ম্যাচে তিনি যে স্ট্রেট সেটেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ভোন্দ্রুসোভার কেরিয়ারে এটাই প্রথম গ্র্য়ান্ড স্লাম খেতাব।
তবে শনিবার এই টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই ওনাস জাবেয়ার অবশ্য ফাইনাল ম্য়াচে নিজের সেরাটা উজাড় করে দিতে পারেননি। অন্যদিকে ভোন্দ্রুসোভা শুরু থেকেই দুর্দান্ত ফর্মে এগিয়ে যেতে থাকেন। সাতবারের মধ্যে ৬ বারই তিনি জাবেয়ারের সার্ভিস ব্রেক করেছে। অন্যদিকে জাবেয়ার ১০ বারের মধ্যে মাত্র চারবারই বিপক্ষের সার্ভিস ব্রেক করতে পেরেছেন। ২৮ বছর বয়সী ওনাস এই নিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন ফাইনালে উঠলেন। তবে একবারও খেতাব তাঁর হাতের মুঠোয় এল না। গত বছর জাবেয়ারকে ফাইনাল ম্যাচে কাজাখস্থানের এলিনা রিবেকিনা হারিয়ে দিয়েছিলেন। পাশাপাশি ওনার ২০২২ ইউএস ওপেনের ফাইনালেও উঠেছিলেন। কিন্তু, সেখানেও ব্যর্থতা তাঁর পিছু ছাড়েনি। অন্যদিকে বিশ্ব টেনিস ব়্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে থাকা মার্কেটা এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলতে নামেন। ২০১৯ সালে তিনি ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন। কিন্তু, সেই ম্যাচে তিনি জিততে পারেননি।