মণিপুরের দুই মহিলার নির্যাতনের ঘটনায় উত্তাল গোটা দেশ এবং সোশ্য়াল মিডিয়া। চলছে রাজনৈতিক তরজা। এই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে বলিউডের একটা বড় অংশ। এরই মধ্যে জনৈক নেটিজেন ‘কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর কাছে এক প্রস্তাব দিতে পাল্টা তাঁকেই বিঁধলেন ওই পরিচালক। এর আগে কাশ্মীরী পণ্ডিতদের অত্যাচারিত হওয়ার কাহিনি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন বিবেক। সেই প্রসঙ্গ টেনে এনেই এক নেটিজেন বিবেককে বিদ্ধ করে টুইটে লেখেন, ‘যদি পুরুষ হন, তবে সময় নষ্ট না করে ‘মণিপুর ফাইলস’ নামে একটা ছবি তৈরি করুন।’
উত্তরে পরিচালক লেখেন, ‘আমার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। কিন্তু সব ছবি কি আমাকেই তৈরি করতে হবে? তোমাদের ‘টিম ইন্ডিয়া’য় কি পুরুষ সিংহ পরিচালক নেই?’ নেটিজেনদের একটা বড় অংশের মতে, এখানে ‘টিম ইন্ডিয়া’ কথাটির উত্থাপন করে আদপে দেশের কথা বোঝাতে চাননি পরিচালক। বরং তিনি বোঝাতে চেয়েছেন বিজেপি-বিরোধী রাজনৈতিক জোটকেই। যা সম্প্রতি নাম বদলে ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স) হিসেবে আত্মপ্রকাশ করেছে। আরও একটা কথা মনে রাখতেই হবে, কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত বিবেক। তাই-ই তাঁকে ছবি তৈরির প্রস্তাব দিতেই কি পাল্টা বিরোধী জোটকে টেনে এনে আক্রমণ পরিচালকের? একদিকে বিবেক যখন এই কথা বলেছেন, তখন প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে করিনা কাপুরের মতো প্রথম সারির অভিনেতারা মণিপুরের ঘটনার কড়া সমালোচনা করেছেন।