এসবিআই-এর নামে ভুয়ো মেসেজ, দেবেন না তথ্য

সম্প্রতি অনেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর থেকে একটি মেসেজ পেয়েছেন। এই মেসেজে জানানো হয়েছে যে, সন্দেহজনক কাজের জন্যে ম্যাসেজ প্রাপকের অ্যাকাউন্ট সাময়িক ভাবে লক করা হয়েছে। একজন-দু’জন নয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর বহু গ্রাহকের কাছে এই রকম মেসেজ গিয়েছে। ওই মেসেজে গ্রাহকদের আরও বলা হয় যে এই পরিস্থিতি ঠিক করতে আপনার ব্যাঙ্কিং-এর বিষয় সকল তথ্য ইমেল বা এসএমএস-এর মাধ্যমে পাঠান। অবশ্যই দুঃশ্চিন্তায় ফেলে দেওয়ার মতোই মেসেজ।

এই বিষয়ে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে যে, ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর নামে আদতে একটি ভুয়ো মেসেজ। এটা একধরনের প্রতারণা চক্রও বটে। ফলে আপনার ব্যাঙ্কিং বিশদ শেয়ার করার জন্য ইমেল বা এসএমএস-এর উত্তর দেবেন না। বরং রিপোর্ট করুন [email protected]এ।

এরই পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর অফিসিয়াল ওয়েবসাইটে, এসবিআই তাদের গ্রাহকদের সাইবার জালিয়াতির বিরুদ্ধে সতর্কও করেছে। এতে বলা হয়েছে যে [email protected]এ ইমেল করুন বা সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর 1930 এ কল করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =