সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে ভোট সংক্রান্ত ২৬টি জনস্বার্থ মামলার শুনানি হতে চলেছে এক বেঞ্চে।এই সব মামলার সর্বশেষ শুনানিতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, হাইকোর্টের রায়ের উপর জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে।
শুধু এটাই নয়, পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তি চলছে এবং তা নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী আরও চার সপ্তাহ মোতায়েন রাখার আর্জি জানিয়েও মামলা হয়েছে প্রধান বিচারপতির এজলাসে। এই মামলাটিরও সোমবারই শুনানি হওয়ার কথা।
আদালত সূত্রের খবর, বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটে জালিয়াতি ও অশান্তি সংক্রান্ত প্রায় দেড় হাজার মামলা রয়েছে। আর এক বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আবার ভোটে পুলিশের ভূমিকা নিয়ে দু’ডজন মামলা বিচারাধীন। সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে খান তিনেক মামলা হয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চেও।