কলকাতা হাইকোর্টে গৃহীত হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা মন্তব্যের বিরোধিতায় মামলা।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মামলা দায়ের করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিজেপির নেতা-কর্মীদের বাড়ি ঘেরাও অভিযানের যে ডাক দেওয়া হয়েছে আগামী ৫ আগস্ট সেই এই কর্মসূচির উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিরোধী দলনেতা দ্রুত মামলা শুনানির আবেদন জানালেও দ্রুততার কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছে আদালত। প্রসঙ্গত,২১ জুলাই ধর্মতলার সমাবেশ থেকে নতুন এক কর্মসূচির কথা ঘোষণা করছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে জানানো হয়, আগামী ৫ অগাস্ট প্রতিটি জেলায় বুথে বুথে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি গ্রহণ করবে তৃণমূল। সেক্ষেত্রে বাড়ি ঘিরে রাখা হবে, একমাত্র বয়স্ক ব্যক্তিদের ছাড় দেওয়া হবে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি ঘোষণা করার পর কিছুটা সংশোধন করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, ব্লকে এই কর্মসূচি গ্রহণ করা হবে।মূলত, প্রতীকী ঘেরাওয়ের কথা বলেন তৃণমূল সুপ্রিমো।তবে অভিষেকের এই বার্তা, আইন শৃঙ্খলার অবনমন এবং বিজেপি নেতা, কর্মীদের সুরক্ষার দিক থেকে যথেষ্ট বিপজ্জনক বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।পাশাপাশি প্রতিবাদ কর্মসূচির নামে মানুষের সুরক্ষা প্রশ্নের মুখে তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস বলে দাবি বিজেপি নেতৃত্বের।
প্রসঙ্গত, এই ইস্যুতে শনিবার হেয়ার স্ট্রিট থানায় এফআইএর দায়ের করেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, এই বিষয়টি নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করবেন। সেই মতো সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তাঁর মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট।