মণিপুরের ঘটনায় গ্রেফতার আরও ১

মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল সাতে। সূত্রে খবর, সোমবার মণিপুরের থৌবল জেলা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদিকে দুই মহিলাকে নিগৃহ করার ঘটনা সামনে আসার পরই বুধবার রাতেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মণিপুরের পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই রকম ঘটনায় দেশের ১৪০ কোটি মানুষের মাথা লজ্জায় হেঁট হয়ে গিয়েছে। এই ঘটনায় কাউকেই রেয়াত করা হবে না।

প্রসঙ্গত, সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের দুই মহিলার উপর গত মে মাসের পাশবিক নির্যাতনের সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় গত বুধবার। দেশজুড়ে নিন্দা ঝড় উঠার পর বুধবার রাতেই গ্রেফতার করা হয় একজনকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেন। এরপরই একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তারপর বৃহস্পতিবার আরও তিনজনকে গ্রেফতার করা হয়। উত্তেজিত জনতা শুক্রবার ভোররাতে মূল অভিযুক্ত মেইতেই যুবক হেরোডাসের বাড়িতে হামলা চালায়। সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =