ভারী বৃষ্টিতে বানভাসি অবস্থা তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটকে

উত্তরের পর এবার দক্ষিণের পালা। ভারী বৃষ্টিতে বানভাসি তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশ, কর্নাটক সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। এদিকে মৌসম ভবনের তরফ থেকে তামিলনাড়ু, কেরল ও কর্নাটকে জারি করা হয়েছে লাল সতর্কতা । এদিকে বিভিন্ন রাজ্য প্রশাসন থেকে খবর মিলছে, একাধিক রাজ্যে ভারী বৃষ্টি ও জমা জলের কারণে একাধিক দুর্ঘটনা-বিপত্তি ঘটছে। হচ্ছে প্রাণহানিও। ভারী বৃষ্টিতে কর্নাটকের পরে এবার তেলঙ্গানাতেও ঘটল বিপত্তি। বন্যাদুর্গত এলাকায় পারাপার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেলেন এক মহিলা। এখনও অবধি ওই মহিলার খোঁজ মেলেনি। তেলঙ্গানার মুলুগু জেলাতেও কমপক্ষে ৪২ জন পর্যটক ভারী বৃষ্টির জেরে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। ওই পর্যটকরা মুর্থ্যালাধারা জলপ্রপাত দেখতে গিয়েছিলেন। ফেরার সময়ে নদীর জলস্তর ও গতি বেড়ে যাওয়ায় তারা আটকে পড়েন। জেলা প্রশাসনের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

উত্তর ভারতে বৃষ্টির দাপট কিছুটা কমতেই গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ শুরু হয়েছে দক্ষিণ ভারতে। মৌসম ভবনের তরফে তেলেঙ্গানার জন্য ২৭ জুলাই অবধি লাল সতর্কতা হলেও ভারী বৃষ্টির জের থাকবে এরপরেও আরও কয়েকদিন। পাশাপাশি কেরল, তামিলনাড়ু ও কর্নাটকেও জারি রয়েছে লাল সতর্কতা। আগামী দুইদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভারী বৃষ্টির জেরে বাড়ছে বিভিন্ন নদীর জলস্তরও। বুধবার রাত আটটায় গোদাবরী নদীর জলস্তর ৪৭.৩ ফুটে পৌঁছায়। ভদ্রচলমে নদীর জলস্তর ৪৮.১ ফুটে পৌঁছেছে, যা দ্বিতীয় বিপদ সীমার সমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =