উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে, এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। এরফলে ওড়িশা ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে৷ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত আছে। অন্যদিকে রাজস্থান থেকে বিস্তৃত ওড়িশার নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে খবর, ৩১ জুলাই থেকে ২ আগস্ট কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টি হতে পারে ৷ সর্বাধিক ১১০ মিলি রেকর্ড হতে পারে বৃষ্টির পরিমাণ৷ এই কারণেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ তবে আগামী ৩ অগাস্ট থেকে কমতে পারে বৃষ্টিপাতের পরিমাণ। এই বৃষ্টিপাতের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।