মণিপুরের ঘটনায় এফআইআর দায়ের সিবিআইয়ের

মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই, এমনটাই সূত্রে খবর। হিংসাদীর্ণ মণিপুরের এই ঘটনায় বৃহস্পতিবার সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রসঙ্গত, চলতি বছরের গত ৪ মে ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কঙ্গপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। গণধর্ষণ করা হয় বলেও দাবি। কিছু দিন আগে ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৬ সেকেন্ডের ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় নিন্দায় সরব হয় নানা মহল। তার পরেই একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অত্যাচারের ভিডিয়ো যিনি তুলেছিলেন, তাঁকেও গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ফোন। এদিকে বিরোধীরা সোচ্চার হয়েছেন, মণিপুরে শান্তি ফেরাতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ বলে। এই আবহে ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নতুন করে শোরগোল পড়ে ভারতীয় রজনীতিতে। এই ঘটনায় দীর্ঘদিন কোনও ভাবেই মুখ খুলতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তবে ঘটনার ৭৮ দিন বাদে তিনি জানান,‘এই ঘটনা যে কোনও সভ্য সমাজের লজ্জা।’ তবে মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব বিরোধীরা। এই নিয়ে গত কয়েক দিন ধরেই অচল সংসদের বাদল অধিবেশন। এমনকী মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এদিকে শনিবার উত্তর-পূর্বের ওই রাজ্যে গিয়েছেন ‘ইন্ডিয়া’র সাংসদেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − nine =