রবিবারের বাজারে সস্তা মুরগির মাংস

রবিবারের বাজারে সস্তা মুরগির মাংস। গত কয়েকদিন ধরেই বাজারে চিকেনের দাম রয়েছে কম। রবিবারের বাজারে বেশ সস্তায় মিলছে চিকেন। এদিন গত কয়েক মাসের মধ্যে রেকর্ড কম দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। স্বাভাবিক ভাবেই ভিড় মাংসের দোকানে। চিকেনের দাম কমলেও মাটনের দামে হেরফের নেই। তবে তার জন্য মাটনের দোকানে লাইনের কোনও কমতি নেই। কারণ, রবিবারে বাঙালির মাংস খাওয়ার ট্রেন্ডে ঘাটতি পড়েনি এখনও। রবিবারের বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম ১৭০ টাকা। গোটা মুরগির কেজি রয়েছে ১২৮-১৪০ টাকা। দেশি মুরগির কেজি রয়েছে ৩৫০ টাকা। অন্যদিকে, মাটনের দামের কমতি নেই। বাজারে প্রতি কেজি মাটন বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা দরে।

পাশাপাশি মাছের বাজারে ইলিশ কিন্তু এখন মিলছে সস্তায়। এদিন কলকাতায় বাজারে ইলিশের কেজি রয়েছে ৫০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত। ৪০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম ইলিশের কেজি রয়েছে ৭০০ টাকা। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম রয়েছে ১০০০ টাকা। ১ কেজি ওজনের ইলিশ মাছের দাম রয়েছে ১৩০০-১৫০০ টাকা।

কলকাতায় বড় হোক বা ছোট, সব বাজারেই আজ ইলিশের ছড়াছড়ি। বেশিরভাগ দোকানেই মিলছে ইলিশ মাছ। অন্য মাছ যেমন, রুই, কাতলার বিক্রি তেমন নেই। বর্তমানে রুইয়ের প্রতি কেজিতে দাম রয়েছে ২০০ টাকা। কাতলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩০০-৩৫০ টাকা। তেলাপিয়ার কেজি হিসেবে দাম রয়েছে ২২০ টাকা। ট্যাংরা মাছের প্রতি কেজির দাম রয়েছে ৪০০ টাকা। এছাড়া, বাজারে সবজির দাম অনেকটাই কমেছে। যেমন উচ্ছের কেজি রয়েছে ৪০ টাকা। বেগুনের প্রতি কেজিতে দাম রয়েছে ৪০-৫০ টাকা। ঢ্যাঁড়শের কেজিও রয়েছে ৪০ টাকা করে। পাশাপাশি আলুর দাম রয়েছে কম। জ্যোতি আলুর প্রতি কেজিতে দাম রয়েছে ২২ টাকা। চন্দ্রমুখী আলুর প্রতি কেজির দাম রয়েছে ২৫-২৬ টাকা। পাশাপাশি কাঁচা লঙ্কার দামও কিন্তু কমেছে। সপ্তাহ দুয়েক আগে যে কাঁচা লঙ্কার দাম ছিল ৩৫০ টাকা, তা আজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে।

তবে অন্য সবজির দাম কমলেও টমেটো কিন্তু পকেটে দাঁত ফোটাতে ছাড়ছে না। টমেটোর প্রতি কেজিতে দাম রয়েছে ১৫০ টাকা। গত এক মাস থেকেই টমেটোর দাম রয়েছে চড়া। বিক্রেতারা বলছেন নভেম্বরের আগে কমবে না টমেটোর দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 13 =