বাংলাতেও হয়েছে বলে মণিপুরের ঘটনাকে ‘জাস্টিফাই’ করা যায় না: সুপ্রিম কোর্ট

মণিপুর মামলার শুনানিতেও উঠে এল বাংলার প্রসঙ্গ। সোমবার সুপ্রিম কোর্টে মণিপুর নিয়ে এক মামলার শুনানি চলাকালীন সওয়ালকারি আইনজীবী বাঁশুরি স্বরাজ বলেন, মণিপুরের মতো বাংলার অবস্থা একই। কিন্তু সেখানে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারই উত্তরে দেশের প্রধান বিচারপতি জানান, ‘অন্য রাজ্যের কথা তুলে মণিপুরের ঘটনাকে বিচার করা যায় না।’

প্রসঙ্গত, মণিপুরে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ঘটনায় নতুন একটি আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দুই নির্যাতিতা। অন্য দিকে শীর্ষ আদালতের তরফে আগেই জানানো হয়েছিল, সিবিআই তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করা এবং এই ঘটনার তদন্তপ্রক্রিয়া অন্যত্র সরানোর যে আর্জি কেন্দ্র জানিয়েছিল, তা সোমবার শুনবে তারা। এই মামলার শুনানিতেই আইনজীবী বাঁশুরি স্বরাজ পশ্চিমবঙ্গ এবং রাজস্থানের নারী নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুনানির সময় আইনজীবী বাঁশুরি স্বরাজ জানান, ‘পশ্চিমবঙ্গ হোক বা রাজস্থানের বিকানের, দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। আইনি ব্যবস্থা প্রয়োজন। শুধু মণিপুর নয়। সবটার বিচার চাই।’ কিন্তু মণিপুরের ঘটনার চরিত্র আলাদা বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

এদিকে সোমবারের শুনানিতে দুই নির্যাতিতা আদালতে জানান, সিবিআই তদন্তে তাঁদের আস্থা নেই। উল্টে আদালতের পর্যবেক্ষণে বিশেষ তদন্তকারী দল গড়ে ওই ঘটনার তদন্ত করার আর্জি জানান তাঁরা। সোমবার দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে সওয়াল জবাব পর্ব চলার সময়ে কেন্দ্র জানায়, আদালতের পর্যবেক্ষণে তদন্ত হলে তাদের আপত্তির কিছু নেই। নিজেদের নাম প্রকাশ না করার আর্জি জানান।

সোমবারের শুনানিতে প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানান, মণিপুরের যৌন নিগ্রহের ঘটনার ওটাই একমাত্র উদাহরণ নয়। এই প্রসঙ্গে তিনি স্বরাষ্ট্র সচিবের তরফে পেশ করা হলফনামার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘ওই হলফনামাই বলছে, এই ধরনের বহু ঘটনা সে রাজ্যে ঘটেছে।’ এরপরই অ্যাটর্নি জেনারেলের কাছে তিনি জানতে চান, গত ৩ মে সে রাজ্যে হিংসা ছ়ড়িয়ে পড়ার পর নারী নির্যাতনের কতগুলি অভিযোগ নথিবদ্ধ হয়েছে। নির্যাতিতাদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি এও জানান, ‘সরকারের কাছে এই নিয়ে কোনও তথ্য নেই। তাঁরা যে সিবিআই তদন্ত চান না, তা-ও স্পষ্ট করে দেন সিব্বল। ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে অপরাধীদের সঙ্গে সহযোগিতা করেছে পুলিশ। এর পরেও আমরা রাজ্য সরকারের উপরে কী ভাবে ভরসা রাখব?’ এরই পাশাপাশি তদন্ত যাতে অসমে না যায়, সেই আর্জিও জানান নির্যাতিতারা। কেন্দ্রের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ‘সরকার অসমে বিষয়টি স্থানান্তর করতে চায়। আদালত যেখানে বলবে, সেখানেই তদন্ত চলতে পারে বলেও জানান তিনি।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − two =