শিক্ষা, রাজনীতির পর বন্দিমুক্তি নিয়ে রাজ্য-রাজভবনের মধ্যে নয়া সংঘাত

শিক্ষা, রাজনীতির পর এবার রাজ্য-রাজভবনের মধ্যে নয়া সংঘাত। ১৫ অগাস্ট বন্দিমুক্তির যে তালিকা পাঠানো হয়েছিল রাজভবনে তা ফেরত পাঠাল রাজভবন। ১৫ অগাস্টের জন্য পাঠানো তালিকা ত্রুটিমুক্ত নয় বলেই মনে করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাই এই তালিকা নিয়ে ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছেন তিনি। কীসের নিরিখে এই তালিকা তৈরি করা হয়েছে তা জানতে চান রাজ্যপাল বোস।

স্বাধীনতা দিবস ও সাধারণতন্ত্র দিবসে বন্দিমুক্তির একটি তালিকা তৈরি করা হয়। রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে ওই নামের তালিকা তৈরি হয়। সাধারণত ১৫ অগাস্ট এবং ২৬ জানুয়ারি জেলে থাকা দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত বন্দিদের আচার আচরণ দেখে এই তালিকা তৈরি হয়। কারা দফতর, স্বরাষ্ট্রদফতর, আইন, বিচার ব্যবস্থা দফতরও থাকে। মোট চারটি দফতর মিলে সব খতিয়ে দেখে এই তালিকা তৈরি করে। এরপর তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠায়। এবারও সেই তালিকা পাঠানো হয়েছিল। রাজভবন সূত্রে খবর, কীসের ভিত্তিতে তালিকা তৈরি হয়েছে তা জানতে চেয়ে ফাইল ফেরত পাঠিয়েছেন।

রাজ্যের আইনশৃঙ্খলা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, সবক্ষেত্রেই রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে এক্তিয়ারের প্রশ্ন তুলেছে রাজ্য। একইসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিরপেক্ষতাকেও প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তারা। ভোটের সময় রাজভবনে পিস রুম খুলেছিলেন রাজ্যপাল। সম্প্রতি রাজভবনে অ্যান্টি করাপশন সেল খুলেছেন তিনি। দুর্নীতি দমনে কোনওরকম আপস নয় বলে বারবার যখন সরব হচ্ছেন রাজ্যপাল, রাজ্যের শাসকদল তখন তাঁর এই সিদ্ধান্তগুলির পিছনে রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছে। আর এসবের মধ্যেই এবার বন্দিমুক্তি নিয়ে তৈরি হল নতুন তরজার আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − one =