আপ কল্যাণী সীমান্ত লোকালে আগুন লাগে শনিবার সন্ধ্যায়। ৭টা ১০ মিনিটে শিয়ালদা ছেড়েছিল লোকাল ট্রেনটি। ওই ট্রেনেরই প্যানেল বোর্ডে আগুন দেখা যায়। তখন দমদমে দাঁড়িয়ে পড়ে কল্যাণী সীমান্ত লোকাল। আতঙ্কে মাঝপথেই নেমে পড়েন যাত্রীরা।
ফি দিনের মতোই সন্ধ্যায় ৭টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়া লোকাল ট্রেনে ছিল অফিস ফেরত যাত্রী ও নিত্যযাত্রীদের ভিড়। ট্রেনের মধ্যে আগুনের ফুলকি দেখে আতঙ্কিত হয় পড়েন তাঁরা। রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে। ট্রেন দমদম স্টেশন থামতেই প্ল্যাটফর্মে নেমে পড়েন যাত্রীরা। খবর পেয়ে রেলের আধিকারিক ও রেল পুলিশ ঘটনাস্থলে আসেন। কল্যাণী সীমান্তে লোকালের এই ঘটনা নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘কল্যাণী সীমান্তে আগুন দেখা গিয়েছে বলে খবর পেয়েছি। তবে ওটা খুব মারাত্মক কিছু নয়। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দমদমে ট্রেনটিতে আগুন নেভানোর ব্যবস্থা হয়েছে। কোনও হতাহত বা আহতের খবর আসেনি।’ তবে শিয়াদহ মেন শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। এই ঘটনার একটু পরই কল্যাণী সীমান্ত লোকালও দমদম ছেড়ে যায় বলে সূত্রে খবর।