নওদার অপহৃত আরএসপি এবং কংগ্রেস প্রার্থীকে খুঁজে বের করার নির্দেশ আদালতের                

পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে বিভিন্ন জায়গায় বিরোধী শিবিরের জয়ী প্রার্থীদের অপহরণের ঘটনা ঘটেই চলেছে বাংলার নানা জায়াগায়। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এমন ঘটনা ঘটে। একই অভিযোগ এসেছে মুর্শিদাবাদের নওদাতে থেকেও। কংগ্রেস ও আরএসপির তিন প্রার্থীকে অপহরণের করা হয়েছে। হাইকোর্টে নওদার ঘটনায় মামলাও হয়। এরপর সোমবার সেই মামলার শুনানির পর ত্রিস্তরীয় পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে ওই তিন প্রার্থীকে হাজিরের নির্দেশও দেয় আদালত। এরই পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ এ নির্দেশ দেয়, কংগ্রেস ও আরএসপির তিন ‘অপহৃত’ প্রার্থীকে এখনই খুঁজে বের করে ১১ অগাস্ট বোর্ড গঠনে হাজির করতে হবে। প্রসঙ্গত, মুর্শিদাবাদের নওদার চাঁদপুর গ্রামপঞ্চায়েত। ১১ তারিখ সেখানে বোর্ড গঠন হবে। এদিকে অভিযোগ ওঠে, বোর্ড গঠনের আগে এখানকার তিনজন বিরোধী জয়ী প্রার্থীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এদিন আদালত মুর্শিদাবাদের পুলিশ সুপারকে নির্দেশ দেয়, এই নির্বাচিত জয়ী প্রার্থীদের খুঁজে বের করতে হবে। একইসঙ্গে তাঁদের পরিবারকে অবিলম্বে আলাদা আলাদা ভাবে পুলিশি সুরক্ষা দিতেও নির্দেশ দেন বিচারপতি। অগাস্ট বোর্ড গঠনের দিন নওদা বিডিও অফিসে তাঁদের হাজির করতে এসপিকে নির্দেশ দেন বিচারপতি সেনগুপ্ত। সঙ্গে ১০ অগাস্ট এ নিয়ে পুলিশ সুপারকে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এদিকে সূত্রের খবর, ওই তিন নির্বাচিত প্রার্থী নাকি ইতিমধ্যে তৃণমূলে যোগদান করেছেন। তেমনটা না হলে কংগ্রেস এখানে সংখ্যাগরিষ্ঠ হয়। তবে তিন প্রার্থী তৃণমূলে গেলে ঘাসফুল শিবিরও এই পঞ্চায়েতে সমান শক্তির দাবিদার। চাঁদপুর গ্রামপঞ্চায়েতে মোট ২০ আসন। এরমধ্য়ে ১১টি পেয়েছে কংগ্রেস,৭টি গিয়েছে তৃণমূলের দখলে, আরএসপি পেয়েছে ২টি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =