রাজ্যের কয়েকটি জেলা ভাগ করার পক্ষে মুখ্যমন্ত্রী। এই জেলা ভাগ নিয়ে সাত দিনের মধ্যেই রিপোর্টও চাইলেন তিনি। এই বিষয়ে কমিটিতে মুখ্যসচিব, ভূমি দফতরের সচিব, ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস, মলয় ঘটককে রাখা হয়েছে। নদিয়া, বীরভূম, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলা ভাগ করা যায় নাকি তা নিয়ে সোমবার রিপোর্ট দিতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘক্ষণ জেলা ভাগ করা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এই জেলাগুলিকে ভাগ করা যায় নাকি তা নিয়ে ভৌগোলিক অবস্থান-সহ বিভিন্ন পরিস্থিতি দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর বলেই নবান্ন সূত্রে খবর। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও ঢেলে সাজানোর জন্য জেলা ভাগ করার বিষয়ে আগেও বর্তমান রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে৷ এ বার নতুন করে জেলা ভাগ হলে, প্রশাসনিক ব্যবস্থাতেও কিছুটা পরিবর্তন হতে পারে৷ জনসংখ্যার বৃদ্ধি, প্রশাসনিক কাজের চাপ, এসবই ভাগ হয়ে গেলে কাজেও অনেকটা সুবিধা হবে বলেও মনে করেন বিশেষজ্ঞমহল৷
এর পাশাপপাশি সরকারি জমি বেদখল হওয়া নিয়ে কড়া বার্তাও দিতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সরকারি জমি কেন বেদখল হয়ে যাচ্ছে, তা নিয়ে সাত দিনের মধ্যে রিপোর্ট চান মমতা। সঙ্গে এ বার্তাও দেন, ‘সরকারি জমি দখল কোনওভাবেই মেনে নেব না।’ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে এ বার্তাও দেন, ‘প্রকল্প কোনওভাবেই ফেলে রাখা যাবে না। যে ধরনের প্রকল্প নেওয়া হবে তার প্রাথমিক রিপোর্ট ১৫ দিনের মধ্যে দিতে হবে। ছয় মাসের মধ্যে শেষ করতে হবে গোটা প্রকল্প।’