রাজ্যের সব স্কুলের সামনে বিশেষ নজর দেওয়া হোক ট্র্যাফিক সিগন্যালে, আদালতে আর্জি মামলাকারীর

 বেহালা চৌরাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় ছোট্ট স্কুল পড়ুয়া সৌরনীলের মৃত্যুতে ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে,যান নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তায় পুলিশের ভূমিকা নিয়েও। তবে সৌরনীলের মৃত্যুর ঘটনায় শুধু প্রশ্নতেই ঘটনা থেকে থাকল না, এর রেশ গড়াল আদালত পর্যন্ত। শুক্রবারে বেহালার চৌরাস্তার পথ দুর্ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মুকুল বিশ্বাস নামে এক আইনজীবী জনস্বার্থ মামলাটি করেন। তাঁর আবেদন,গোটা রাজ্যে যত স্কুল রয়েছে,সবগুলির সামনে ট্রাফিক সিগনাল যাতে ঠিকঠাক মানা হয় সেই বিষয়ে আদালতের তরফ থেকে  প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। একইসঙ্গে মামলাকারীর আর্জি,প্রতিটি স্কুলের সামনের রাস্তায় যাতে গাড়ি ধীরে চালানোর জন্য সাইন বোর্ড তিনটি ভাষায় লেখা থাকে, এ বিষয়েও আদালত যেন প্রয়োজনীয় নির্দেশ দেয়। আদালত সূত্রে খবর, হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহেই এই জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ভোরে বেহালা চৌরাস্তায় ওই মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ছোট্ট সৌরনীলের। সৌরনীলের বাবা সরোজ সরকার এখনও হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত। দুটি পা ভেঙে গিয়েছে। শুক্রবার সকালে এই পথ দুর্ঘটনার পর বেহালা চৌরাস্তায় ডায়মন্ড হারবার রোডের উপর এক তীব্র জনরোষ আছড়ে পড়ে। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। স্কুলের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণে চরম অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন তাঁরা। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। বিধানসভার অধিবেশনেও এই নিয়ে আলোচনা হয়। এবার বেহালার পথ দুর্ঘটনার আঁচ পৌঁছল আদালতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + nineteen =