স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় বিবৃতি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনা নিয়ে বিবৃতি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। ‘দুঃখ ও লজ্জা’ প্রকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্টেল পরিচালনার বিষয়ে একাধিক দাবিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তরফ থেকে করা হয়েছে। শিক্ষকদের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে,‘গভীর দুঃখ ও লজ্জার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে জানাচ্ছি যে, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। প্রথম বর্ষের একজন ছাত্রকে ঐ ব্লকের নিচে উলঙ্গ এবং অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি মারা যান। জানা গিয়েছে,ঘটনার কিছু আগে তিনি তাঁর মাকে ফোন করে কান্নাকাটিও করেন। এই মর্মান্তিক ঘটনায় আমরা সকলে শোকস্তব্ধ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে বেশ কয়েকটি সুস্পষ্ট দাবি কর্তৃপক্ষের কাছে করা হয়েছে। সেই দাবিগুলির মধ্যে রয়েছে,‘অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি দিতে হবে। নুতন ছাত্রদের আলাদা হস্টেলে রাখতে হবে ইউজিসি নিয়ম মেনে। অবিলম্বে প্রাক্তন ছাত্র, যাঁরা হস্টেলে বেআইনি ভাবে থাকছেন, তাঁদের হোস্টেল থেকে বার করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + five =