পঞ্চায়েত নির্বাচনের পর বিরোধীরা এক ছাতার তলায় এসে ইন্ডিয়া জোট গঠন করতেই লোকসভা ২০২৪-এর নির্বাচনে ঢাকে কাঠি পড়ে যায়। এদিকে এবার প্রশাসনিক স্তরেও শুরু হল লোকসভা নির্বাচনের প্রস্তুতি। পশ্চিমবঙ্গের জেলা শাসকদের সঙ্গে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশনের কর্তারা। সূত্রের খবর,আগামী ১৯ অগাস্ট জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের কর্তারা। এদিনের ওই বৈঠকে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন উপ নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। শুধু তিনি একাই নন, আরও তিন উপ নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন সেদিনের ওই বৈঠকে। এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত উপ নির্বাচন কমিশনার নীতিন ব্যাসও বৈঠকে থাকবেন বলে সূত্রের খবর। এছাড়াও উপস্থিত থাকবেন জোনাল সেক্রেটারি রাকেশ কুমার, ভোটার তালিকার দায়িত্বপ্রাপ্ত বটুলিয়া ও আরও এক অফিসার। সব মিলিয়ে কমিশনের আটজন কর্তা থাকবেন বৈঠকে।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, এই বৈঠকের প্রস্তুতিতে বৃস্পতিবারও এক দফা বৈঠক হয়। জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং দফতরের অন্যান্য আধিকারিকরা। তবে লোকসভা নির্বাচন কবে হবে সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে।