রাজ্য থেকে ৮ পুলিশ আধিকারিককে সম্মানিত করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

ফের দেশের সেরার তালিকায় কলকাতা ও রাজ্য পুলিশ। তদন্তে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিশেষ সম্মান পেতে চলেছেন কলকাতা পুলিশের ৪ ও পশ্চিমবঙ্গ পুলিশের চার কর্মী। এই আটজনের মধ্যে রয়েছেন একজন মহিলা পুলিশ কর্মীও। ২০১৮ সাল থেকে দেশের ৩১টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের পুলিশকর্মী ছাড়াও সিবিআই, এনসিবি এবং এনআইএ দফতরের আধিকারিকদেরও কাজের মানদণ্ডে বিচার করে এই পুরস্কার দেওয়া হয়। প্রতি বছর ১২ অগাস্ট ঘোষণা হয় এই পুরস্কারের।

নিজের কাজে অসামান্য দক্ষতা প্রদর্শনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সালের পদক পাচ্ছেন শেক্সপিয়র সরণি থানার অ্যাডিশনাল ওসি ইনসপেক্টর শ্রাবন্তী ঘোষ, গোয়েন্দা বিভাগের ব্যাঙ্ক জালিয়াতি প্রতিরোধ শাখার সাব-ইনস্পেক্টর তুসিময় দাস ও সাব-ইনস্পেক্টর সুষম মিত্র, এবং হোমিসাইড শাখার সাব-ইনস্পেক্টর চিন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজ্য থেকে একমাত্র মহিলা পুলিশকর্মী হিসেবে স্থান পেয়েছেন শেক্সপিয়র সরণি থানার অ্যাডিশনাল ওসি ইনসপেক্টর শ্রাবন্তী ঘোষ। পুলিশকর্মী ও তদন্তকারীদের কাজটা কখনও সহজ নয়। দেশের আইনশৃঙ্খলা দেখভালের সঙ্গে সঙ্গে উচিত অপরাধীদের চিহ্নিত করে শায়েস্তা করাও তাঁদের কাজ। তাই পুলিশকর্মীদের পরিশ্রমকে স্বীকৃতি দিতে এই পুরস্কার শুরুর ভাবনা। এবছর গোটা দেশ থেকে মোট ১৪০ জন পাচ্ছেন এই পুরস্কার। তার মধ্যে রয়েছেন ২২ মহিলা পুলিশকর্মী। বাংলার ৮ ছাড়াও বাকি দেশের মধ্যে ১২ জন রয়েছেন এনআইএ থেকে, ১৫ জন সিবিআই থেকে। অন্যান্য রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ থেকে ১০ জন, রাজস্থান থেকে ৯, কেরালা থেকে ৯, পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু থেকে ৮ জন, মধ্যপ্রদেশ থেকে ৭ জন এবং গুজরাত থেকে ৬ জন সহ এই তালিকায় রয়েছেন আরও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =