দীর্ঘকাল যাবৎ নদিয়ার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে আসছেন পড়ুয়ারা। শুধু তাই নয়, এই ইস্যুতে চলেছে বিক্ষোভ। উত্তাল হয়েছে ক্যাম্পাস। এবার অবশেষে উপাচার্য পেল কৃষি বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তী উপাচার্য হিসাবে গৌতম সাহাকে নিয়োগ করলেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রে খবর, গৌতম সাহা ওই বিশ্ববিদ্যালয়েরই এগ্রিকালচার মেটেরলজি ও পদার্থবিদ্যার অধ্যাপক। তাঁর রয়েছে পিএইডি ডিগ্রি। এবার তাঁকেই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন আচার্য।
উল্লেখ্য, একইসঙ্গে পড়ুয়াদের তরফ থেকে এও দাবি করা হয়, এখানকার প্রত্যেক ছাত্রই সর্ব ভারতীয় পরীক্ষা দিয়ে এখানে পড়াশুনা করতে এসেছেন। যাঁরা ফাইনাল পরীক্ষা দিয়েছেন, তাঁরা ঠিক সময়ে মার্কশিট পাননি। বিভিন্ন বিভাগে প্রত্যেক দিনের গবেষণার কাজে ব্যাঘাত ঘটছে। নেই কোনও গবেষণাগারে পর্যাপ্ত সরঞ্জাম। হস্টেলের পরিকাঠামো ঠিকঠাক নেই। দীর্ঘদিন ধরেই পড়ুয়াদের এই দাবিতে উত্তাল হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আর এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এও জানিয়েছিলেন উপাচার্য নেই বলেই এমন অচলাবস্থা তৈরি হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে। ক্যাম্পাস খোলা থাকলেও উপাচার্য না থাকায় ঠিকঠাক ক্লাস হয় না। তবে শুধু পড়ুয়ারাই নয়, উপাচার্য নিয়োগের দাবিতে সরব হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু আধিকারিক, শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের একাংশও। অবশেষে আচার্য সি ভি আনন্দ বোসের হস্তেক্ষেপে উপাচার্য পেল বিশ্ববিদ্যালয়।