সেনা পোশাক বিতর্কে গ্রেফতার সংগঠনের কর্ণধার কাজী সাদেক হোসেন

গত বুধবারে সেনার পোশাক পরে যাদবপুর ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন একদল যুবক-যুবতী। প্রথমে তাঁদের দেখে ভারতীয় সেনা বলেই ভুল করেছিলেন অনেকে। কারণ, তাঁদের, চালচলন থেকে শুরু করে কথাবার্তা সবকিছুই যে ছিল সেনার মতো। ঢোকা মাত্রই তাঁদের সকলের মুখে একটাই, যাদবপুরে অশান্তির খবর পেয়ে তাঁরা নাকি শান্তি প্রতিষ্ঠা করতে এসেছেন। নিজেদের বিশ্ব শান্তি সেনা বলেও পরিচয় দেন। স্পষ্ট বলেন দেশের যেখানেই অশান্তি হবে সেখানে পৌঁছে শান্তি প্রতিষ্ঠা করা তাঁদের কাজ। কিন্তু, তাঁদের আসল পরিচয় নিয়ে যখন টানাপোড়েন চলছে সেই সময় দলের কর্মকর্তা কাজী সাদেক হোসেন আবার নিজেকে এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির জেনারেল সেক্রেটারি বলে দাবি করে বসেন। এবার সেই কাজীকেই ধরল পুলিশ।

এদিকে সেনা পোশাকে কেন তাঁরা ক্যাম্পাসে এসেছিলেন বা কে-ই বা তাঁদের অনুমতি দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশের এবং  তাঁদের আসল উদ্দেশ্য কী এসবেরই উত্তর খুঁজছিল পুলিশ। তারই উত্তর খুঁজতে আগেই হাজিরা দেওয়ার জন্য কাজী সাদেক হোসেনকে তলব করেছিল পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর,  শুক্রবারই তাঁকে এই নোটিস পাঠানো হয়। বাড়ির ঠিকানাতে গিয়েছিল এই নোটিস। কিন্তু, পুলিশের ডাকে সাড়া দেননি তিনি।

সূত্রের খবর, প্রথমে তাঁর খোঁজ না মিললেও রাতের দিকে গার্ডেনরিচ থানায় গিয়ে পুলিশের ওই নোটিস হাতে নেন কাজি। কিন্তু, শনিবার যাদবপুর থানায় হাজিরা দেননি তিনি। সে কারণেই শনিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে কাজীকে গার্ডেনরিচ থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যাদবপুর থানায় আনা হয়। তারপরই গ্রেফতার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 17 =