দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় শুভেন্দুর মামলা খারিজ কলকাতা হাইকোর্টে

দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে খবর, মঙ্গলবার বিজেপির দুটি মামলাই খারিজ হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। এদিকে হাইকোর্টের বক্তব্য, এখনই এই তদন্ত একেবারেই অপরিণত অবস্থায় রয়েছে। সেইকারণে এই মামলার শুনানি এখনই সম্ভব নয়। মঙ্গলবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, ‘২৭ অগাস্টের ১২ টা দুপুরে হয়েছে। মাত্র একদিন আগেই হয়েছে। যদি তদন্তে গাফিলতি দেখা যায় তাহলে আসুন।’

এরই পাশাপাশি প্রধান বিচারপতির মন্তব্য, ‘সংবাদপত্রের রিপোর্টের উপর ভিত্তি করেই মামলা হয়েছে। আমাদের দৃষ্টিতে এটা এখনও প্রিম্যাচিওর। এই রাজ্যেই নয়, বিভিন্ন রাজ্যে একই ঘটনা ঘটে। লাইসেন্স ছাড়া কারখানাতে এই ঘটনা ঘটে। রাজ্য ইতিমধ্যেই তদন্ত করছে।’ বিজেপির আইনজীবীকে কিছু বলতেই দেননি প্রধান বিচারপতি।

এদিনের শুনানিতে আরও এক পক্ষ ছিল এনআইএ। এনআইএ-এর আইনজীবী ডেপুটি সলিসিটর জেনারেল জানান, ‘আমাদের টিম গিয়েছিল ঘটনাস্থলে। এই ঘটনা পুনারাবৃত্তি ছাড়া আর কিছুই নয়। এফআইআরে বিস্ফোরণের ধারা নেই। এই ঘটনার তদন্ত করতে দেওয়া হোক।’

প্রসঙ্গত, দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে জোড়া মামলা দায়ের হয় সোমবার। দুটিই বিজেপির পক্ষ থেকে করা হয়। মামলাকারীদের এক জন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অপরজন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী। এই ঘটনার তদন্তভার এনআইএ-এর হাতে দেওয়ার আবেদন জানান তিনি। শুভেন্দুর বক্তব্য ছিল, এর আগেও রাজ্যে একাধিক বিস্ফোরণকাণ্ডের তদন্তভার এনআইএ-এর হাতে দেওয়া হয়েছে। কিন্তু সেসব ক্ষেত্রে রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে। তথ্য হস্তান্তরের ক্ষেত্রেও রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন। শুভেন্দু অভিযোগ করেছিলেন, ‘দত্তপুকুরে বিস্ফোরণের যা অভিঘাত, কেবলমাত্র চকোলেট বোমা ফাটলে হয় না, ওখানে আরডিএক্স ছিল।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =