মনরেগা প্রকল্প বা ১০০ দিনের কাজের প্রকল্পে অর্থ বরাদ্দ না করা নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের সঙ্গে তরজা চলছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের। এর প্রতিবাদে আগামী ২ অক্টোবর গান্ধি জয়ন্তির দিন নয়া দিল্লির রামলীলা ময়দানে একটি প্রতিবাদ সভা করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু, সেই সভার অনুমতি দিল না দিল্লি পুলিশ। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘বাংলার কণ্ঠ রোধ করা হচ্ছে। ন্যায্য পাওনার লড়াইয়ের কণ্ঠরোধ করা হল। বিজেপিই এই সভা করতে দিল না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত।’ তবে এই প্রতিবাদ সভা করতে না দেওয়ার প্রতিবাদে কি অন্য কোনও কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস কি না সে ব্যাপারে প্রশ্ন উঠলে কুণাল জানান, কিছুদিনের মধ্যেই এই বিষয়ে কোনও ঘোষণা করা হবে। সঙ্গে তৃণমূল মুখপাত্র এও জানান, ‘আমরা ২ অক্টোবর রামলীলা ময়দানে মনরেগা প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদে সভা করতে চেয়ছিলাম। আমাদের কর্মীরা সেখানে ধর্না দেবেন বলে ঠিক হয়েছিল। এর জন্য আমরা অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। তবে, দিল্লি পুলিশ সেই অনুমতি দেয়নি। মোদির ভারতে, বাংলার ন্যায্য পাওনার দাবিতে আমরা নীরব প্রতিবাদও জানাতে পারব না।’