ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক দিল্লিতে, জানালেন এনসিপির সুপ্রিয়া সুলে

৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইয়ে ২৬টি রাজনৈতিক দলের বৈঠকের পর ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক কবে কোথায় হতে চলেছে তা নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে। তিনি জানান, পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে দিল্লিতে। তবে কবে অনুষ্ঠিত হবে চতুর্থ বৈঠক তার দিনক্ষণ ধার্য করা হয়নি বলেও জানান তিনি। এদিকে এই বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘এই বৈঠক অত্যন্ত ভালো গিয়েছে।’ লোকসভা নির্বাচনের আগে ভোটের প্রচারের রূপরেখা তৈরি করবেন এই কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। এরই পাশাপাশি মোদির বিরুদ্ধে কে হবেন বিরোধী মুখ তা নিয়ে রীতিমতো আলোচনা চললেও এখনও পর্যন্ত সর্বসম্মতিক্রমে কোনও নাম উঠে আসেনি জোটের পক্ষ থেকে। ২৬টি রাজনৈতিক দলের মধ্যে রয়েছেন রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে তাবড় তাবড় রাজনীতিবিদরা। সেক্ষেত্রে কে হবেন মোদী বিরোধী মুখ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে তৃতীয় বৈঠকের দিনই ‘ইন্ডিয়া’র লোগো প্রকাশ করা হতে পারে এমনটাই মনে করা হচ্ছিল। যদিও প্রকাশিত হয়নি লোগো। জানা গিয়েছে, শেষ মুহূর্তে লোগোতে কিছু বদল আসে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে এদিন একটি স্লোগান সামনে এসেছে। ‘জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া’ আপাতত এই ব্যানারকে সামনে রেখেই বিভিন্ন প্রচারসভার আয়োজন করা হবে, এমনটাই জানান আদিত্য ঠাকরে।

এদিকে লোকসভা নির্বাচনের আগে ঠিক কী হতে চলেছে জোটের রণকৌশল, এদিন তা ঠিক করা হয়। কো-অর্ডিনেশন কমিটিও গঠন করা হয় এদিনের বৈঠকের পর। আর এই কো অর্ডিনেশন কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই কমিটিতে রয়েছেন রাঘব চড্ডা, সঞ্জয় রাউত, তেজস্বী যাদব, লল্লন সিং, যাদব আলি খান, টি আর বালু, মেহবুবা মুফতির এবং ওমর আবদুল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − four =