বুধবার দেশের একাধিক শহরে পেট্রল এবং ডিজেলের দামে বেশ কিছু পরিবর্তন নজরে আসছে। বিভিন্ন শহরে পেট্রল ও ডিজেলের দাম কমার জেরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এল বলাই যায়। তবে রাজ্যগুলিতে জ্বালানির উপর নেওয়া করের হার আলাদা হয়। যার জন্য বিভিন্ন রাজ্যে পেট্রল ও ডিজেলের দামেও পার্থক্য দেখা যায়।
এদিকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল), ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) এর মতো রাষ্ট্রের মালিকানাধীন তেল বিপনন সংস্থাগুলি (ওএমসি) বিশ্বের প্রধান বেঞ্চমার্কগুলির দামের উপর লক্ষ্য করে প্রতিদিন পেট্রল এবং ডিজেলের দাম ঘোষণা করে থাকে।
বুধবার দেশের বিভিন্ন শহরে লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম একনজরে দেখলে
১) কলকাতা – পেট্রল ১০৬.০৩ টাকা ও ডিজেল ৯২.৭৬ টাকা।
২) দিল্লি – পেট্রল ৯৬.৭২ টাকা এবং ডিজেল ৮৯.৬২ টাকা।
৩) মুম্বই – পেট্রল ১০৬.৩১ টাকা ও ডিজেল ৯৪.২৭ টাকা।
৪) চেন্নাই – পেট্রল ১০২.৬৬ টাকা এবং ডিজেল ৯৪.২৬ টাকা।
৫) বেঙ্গালুরু – পেট্রল ১০১.৯৪ টাকা ও ডিজেল ৮৭.৮৯ টাকা।
৬) লখনউ – পেট্রল ৯৬.৫৬ টাকা এবং ডিজেল ৮৯.৭৫ টাকা।
৭) জয়পুর – পেট্রল ১০৮.৪৮ টাকা ও ডিজেল ৯৩.৭২ টাকা।
৮) গুরুগ্রাম – পেট্রল ৯৭.০৪ টাকা ও ডিজেল ৮৯.৯১ টাকা।
৯) চণ্ডীগড় – পেট্রল ৯৬.২০ টাকা ও ডিজেলর দাম ৮৪.২৬ টাকা।
১০) নয়ডা – পেট্রল ৯৬.৬৫ টাকা ও ডিজেলর দাম ৮৯.৮২ টাকা।