শুক্রবার রাজভবনের সামনে প্রতিবাদের ডাক প্রাক্তন উপাচার্যদের

শুক্রবার রাজভবনের সামনে প্রতিবাদের ডাক প্রাক্তন উপাচার্যদের। সূত্রের খবর, শুক্রবার বেলা ১১ টা থেকে রাজভবনের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিয়েছেন উপাচার্যরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজভবনে নামবেন শিক্ষাবিদরা। প্রসঙ্গত, রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হবেন খোদ মুখ্যমন্ত্রী, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত বছরই। ২০২২ সালের জুন মাসে পাশও হয় সেই বিল। পাঠানো হয়েছিল তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে। কিন্তু তাতে তিনি সই করেননি। কিন্তু, মসনদে বসার পর সেই বিলে সই করেননি বাংলার নতুন রাজ্যপালও। আর এখানেই প্রাক্তন উপাচার্যদের প্রশ্ন, কেন বিলে সই করছেন না বা কেনই বা সিস্টেম ভাঙছেন রাজ্যপাল তা নিয়েই।আর এই ইস্যুতেই শুক্রবার রাজভবনের সামনে বিক্ষোভে সামিল হতে চলেছেন তাঁরা।

প্রসঙ্গত, এ নিয়ে আগে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিছুদিন আগেই ক্ষোভ উগরে দিয়ে জানান,  ‘সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে কোনও রাজ্যপালই একটা বিল সই না করে দীরঘদিন ফেলে রাখতে পারেন না। এর জন্য ৬ মাসের সময় ধার্য রয়েছে। এ বিল দেওয়া হয়েছে প্রায় ১ বছরের বেশি আগে। না সই করলে ফেরত পাঠান।’ প্রসঙ্গত, সংবিধানের ২০০ নম্বর ধারা বলছে, কোনও রাজ্যের রাজ্যপাল এই বিল নিজে অনুমোদিত করতে পারেন। চাইলে সই না করে ফেরতও পাঠিয়ে দিতে পারেন। মনে করলে পাঠাতে পারেন রাষ্ট্রপতির কাছেও। কিন্তু, কেন কোনটাই করছেন না তিনি, এটাই প্রশ্ন রাজ্যের শাসকদলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =