বাচ্চাদের ডেঙ্গির থেকে বাঁচাতে হলে..

চলছে বর্ষার মরশুম। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই বর্ষাকাল সকলের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে। তাই প্রথম থেকেই একটি সাবধান হয়ে যাওয়াই ভাল।

এদিকে আবার বর্ষাকালে, আবহাওয়ার আর্দ্রতা ও বৃষ্টির কারণে অনেক জায়গায় জল জমার কারণে ডেঙ্গি ও ম্যালেরিয়ার ঝুঁকি বেড়ে যায়। তবে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি থাকে। এই অবস্থায় কীভাবে এই সমস্যা থেকে বাচ্চাদের রক্ষা করতে হলে আগাম কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে।

আগে দেখে নেওয়া যাক, কী ভাবে বুঝবেন আদৌ ডেঙ্গিতে কেউ আক্রান্ত হয়েছেন কি না। তা বোঝার উপায় হল,

১) ডেঙ্গিতে আক্রান্ত একজন ব্যক্তির সারাদিনে বারবার জ্বর আসে।

২) বিরক্তি, ক্লান্তি এবং নাক বা মাড়ি থেকে রক্ত ​​পড়াও ডেঙ্গুর লক্ষণগুলির মধ্যে অন্যতম।

৩) পেশি, জয়েন্ট এবং চোখের ব্যথাও ডেঙ্গুর লক্ষণ।

৪) আর যদি শিশুর খাওয়ার অরুচি হয় তাহলে তাকে অবিলম্বে ডেঙ্গু এবং ম্যালেরিয়া পরীক্ষা করান।

 

কীভাবে যত্ন নেবেন-

শিশু ডেঙ্গুতে আক্রান্ত হলে চিকিৎসা ছাড়াও ঘরোয়া পদ্ধতিতেও যত্ন নেওয়ার চেষ্টা করুন। যেমন,

শিশুকে নিয়মিত ডাবের জল পান করান কারণ এতে প্লেটলেট কাউন্ট বাড়ে।

সাইট্রাস জাতীয় ফল বা প্লেটলেট কাউন্ট বাড়াতে সাহায্য করে। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই বেশি করে এই ধরনের ফল খাওয়ান।

আর শিশু যদি বাইরে খেলতে বা অন্য কোথাও যায় , তাহলে তাকে ফুল হাতা জামাকাপড় পরিয়ে পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =