টাটা ক্রুসিবল ক্যাম্পাস ক্যুইজ ২০২৩ –এ পশ্চিমবঙ্গ ক্লাস্টারের ফাইনালে জয়ী আইআইএম-এর পীষূষ

কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) থেকে পীষূষ কেডিয়া টাটা ক্রুসিবল ক্যাম্পাস ক্যুইজ ২০২৩-এর ওয়েস্ট বেঙ্গল ক্লাস্টারের ২২তম ফাইনালে জয়ী ঘোষিত হলেন। এই ক্যুইজে বিজয়ী হওয়ায় তাঁর হাতে ৩৫,০০০ টাকা পুরস্কার বাবদ তুলে দেওয়া হয়। এর পাশাপাশি আঞ্চলিক ফাইনালেও একটি স্থান দখল করে নেয়। এদিকে আইআইটি খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-র শিবম যাদবকে রানার আপ হিসেবে ঘোষণা করা হয়। তাঁর হাতে পুরস্কার মূল্য বাবদ ১৮,০০০ টাকা তুলে দেওয়া হয়।

এই বছর শিক্ষাঙ্গন ক্যুইজ প্রতিযোগিতার জন্য, দেশকে ২৪ টি ক্লাস্টারে বিভক্ত করা হয়েছিল। প্রতিটি ক্লাস্টারের শীর্ষ ১২ জন প্রতিযোগীকে ওয়াইল্ড কার্ড ফাইনালের জন্য বাছাই করা হয়। যার মধ্যে শীর্ষ ৬ জন করে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। এখানে বলে রাকা শ্রেয়, এই ২৪ টি গুচ্ছকে আরও চারটি জোনে ভাগ করা হয়েছে,  দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং উত্তর। আঞ্চলিক ফাইনালও অনলাইনে হচ্ছে। জাতীয় ফাইনাল হবে গ্রাউন্ড লেভেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + fourteen =