ডেঙ্গির পর প্রাণঘাতী হয়ে উঠছে ম্যালেরিয়াও

ডেঙ্গির পর এবার প্রাণঘাতী হয়ে উঠছে ম্যালেরিয়াও।আর তাতেই প্রাণ গেল লেকটাউনের এক বৃদ্ধের। সূত্রে খবর, মৃতের নাম রামবিদ্যা গুপ্ত। দক্ষিণদাড়ি এলাকার বাসিন্দা। বয়স ৭১ বছর। সেপ্টেম্বর মাসের ৫ তারিখ জ্বর নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে।এদিকে হাসপাতাল সূত্রে খবর,  বৃদ্ধকে হাসপাতালে ভরতি করতে অনেকটা দেরি করে ফেলেছিল পরিবারের সদস্যরা। এরপর ৬ বুধবার আইডি হাসপাতালে মৃত্যু হয়। এরপর তাঁর পরিবার দেহ নিয়ে আদি বাড়ি উত্তরপ্রদেশে চলে যান। এদিকে মৃত পরিবারের সদস্যারা জানিয়েছেন, ওই ব্যক্তির রক্তের নমুনায় ম্যালেরিয়া ধরা পড়েছিল। ফলে ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কে দক্ষিণদাড়ি এলাকার বাসিন্দারা।

এদিকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ দমদম পুরসভা এলাকার পরপর দুজনের মৃত্যু হল জ্বরে। শনিবার ভোররাতে দমদম থানার অস্থায়ী পুলিশ কর্মী প্রীতম ভৌমিকেরমৃত্যু হয়। এদিকে এদিন-ই দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় এক কিশোরীর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 2 =