রাজভবনের নিয়মের গেরোয় পিছিয়ে যাচ্ছে ধূপগুড়ির বিধায়কের শপথবাক্য পাঠের দিনক্ষণ

ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রায় সাড়ে ৪ হাজার ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন ঘাসফুলের নির্মলচন্দ্র রায়। সূত্রের খবর, আগামী সপ্তাহের বুধবার বিধানসভায় শপথ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, তা বোধহয় হচ্ছে না। রাজভবনের নিয়মের গেরোয় তা পিছিয়ে যেতে চলেছে।

সূত্রে খবর, শপথগ্রহণের কথা জানিয়ে প্রথমে চিঠি দিতে হয় পরিষদীয় মন্ত্রীকে। আগামী সোমবার সেই চিঠি জমা দেওয়া হবে। তারপরেই রাজভবনের তরফে জানানো হবে শপথগ্রহণের দিনক্ষণ। শুধু দিনক্ষণই নয়, ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীকে বিধানসভায় কে শপথবাক্য পাঠ করাবেন তা-ও জানাবে রাজভবন। এতদিন সাধারণত স্পিকারকেই বলা হতো শপথ বাক্য পাঠ করানোর জন্য।

জগদীপ ধনখড় যখন এ রাজ্যের রাজ্যপালের দায়িত্বে ছিলেন, সেই সময় একটা নতুন নিয়ম চালু করেছিল রাজভবন। সেই নিয়মে বলা হয়েছিল, বিধায়কদের শপথগ্রহণের বিষয়টি প্রথমে রাজ্যপালকে জানাতে হবে, তারপর, রাজভবন নির্দেশ দিলে তবেই বিধায়ক হিসাবে শপথ নেওয়া যাবে। এর পাশাপাশি রাজ্যপাল বলে দেবেন, তিনিই শপথ বাক্য পাঠ করাবেন, নাকি স্পিকার বা ডেপুটি স্পিকার। এর আগে দিনহাটা, খড়দহ, শান্তিপুর ও গোসাবার চার বিধায়কের শপথ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। শেষমেশ রাজভবনের তরফে বলা হয়েছিল ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ করাবেন। অধ্যক্ষকে এড়িয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল উপাধ্যক্ষকে। যা নিয়ে তীব্র অসন্তোষ দানা বেঁধেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 9 =