বাড়ানো হল কলেজে ভর্তির সময়সীমা

বাড়ানো হল কলেজে ভর্তির সময়সীমা। ভরতির পোর্টাল  খোলা থাকবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত, সোমবার এমনই বিজ্ঞপ্তি জারি  করা হল উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে। এদিকে ইতিমধ্যে একাধিক কলেজে স্নাতকস্তরের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তবে অধিকাংশ কলেজে ৬০-৭০ শতাংশ আসন পূর্ণ হলেও একাধিক শাখায় এখনও বহু আসন ফাঁকা। কিছু কিছু শাখায় ভর্তি একেবারেই হাতে গোনা। একই ছবি প্রত্যন্ত এলাকার কলেজগুলিতে। নতুন নতুন বিষয় চালু করেও কোনও লাভ হচ্ছে না বলে অভিমত কলেজ কর্তৃপক্ষের। সেখানেও পড়ুয়ার সংখ্যা একেবারে নগণ্য। তাই নয়া এই বিজ্ঞপ্তি জারি করা হল উচ্চ শিক্ষা দফতরের তরফ থেকে।

প্রসঙ্গত, চলতি বছরে ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট’ চালু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভরতিতে গোটা দেশের জন্য চালু হয়েছে এই অভিন্ন প্রবেশিকা পরীক্ষা। গত এপ্রিল মাসে এ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির জন্য স্নাতকে ভরতিতে কেন্দ্রীয় অনলাইন প্রক্রিয়া চালু নিয়ে আলোচনা হয়। প্রস্তাব যায় নবান্নে। রাজ্যে সাধারণ প্রবেশিকা চালু না হলেও কেন্দ্রীয়ভাবে ভর্তির প্রক্রিয়া শুরু হয় এবছরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + sixteen =