সমবায় দুর্নীতির মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

আলিপুরদুয়ার সমবায় দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সিবিআই তবে কমানে হল জরিমানার অঙ্ক। ৫০ লক্ষের বদলে ৫ লক্ষ টাকা দিতে হবে সিআইডিকে। আলিপুরদুয়ারের সমবায় গোষ্ঠীর অন্তত ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের জল গড়ায় কলকাতা হাইকোর্টে।এরপর গত ২৪ অগাস্ট এই মামলায় একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্ট বলার পরেও সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ। সিআইডি মামলার নথি হস্তান্তর করেনি। পরিবর্তে আগের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে সিআইডি। তাতেই চরম বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিআইডিকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন তিনি।

কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। তবে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখে। সুতরাং আলিপুরদুয়ারে সমবায় সমিতিতে ৫০ কোটির আর্থিক দুর্নীতির মামলার একযোগে তদন্ত করবে সিবিআই ও ইডি। সিআইডিকে ৫ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + two =